জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার (রঙ্গারটেক) এলাকায় হিন্দু সম্প্রদায়ের নাটমন্দির ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় লেবু মিয়া নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে মন্দিরটি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ওই এলাকার বাসিন্দারা জানান, 'উপজেলার সফিপুর বাজার এলাকার সফিপুর সার্বজনিন শ্মশানঘাট ও রাধাগোবিন্দ লোকনাথ নাটমন্দির রয়েছে। সেখানে স্থানীয় লেবু মিয়া ওরফে লেবু কন্টাকটার বিতর্কিত জমি ক্রয় করে দখল করার চেষ্টা করে। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে মন্দির থাকায় জমিতে দখলে যেতে পারেনি। লেবু মিয়া নিজেকে বিএনপিপন্থি নেতা দাবি করে শুক্রবার সকালে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী ভাড়া করে ওই জমি দখলে যায়। এ সময়ে হামলা চালিয়ে নাটমন্দির ভাঙচুর করে।'
সফিপুর সার্বজনীন শ্মশানঘাট ও রাধাগোবিন্দ লোকনাথ নাটমন্দিরের যুগ্ম আহ্বায়ক হরিপদ সরকার বলেন, '১৯৭২ সাল থেকে এখানে মন্দির রয়েছে। মন্দিরের জায়গার একটি ভুয়া দলিল তৈরি করে মন্দিরের জমি দখল করার পায়তারা করে আসছে। বিগত সময়ে তারা দখল করতে গিয়ে ফিরে এসেছে। তারই ধারাবাহিকতায় লেবু মিয়া নিজেকে বিএনপি নেতা দাবি করে লোকজন নিয়ে এসে মন্দিরটি ভাঙচুর করে।'
সফিপুর সার্বজনীন শ্মশানঘাট ও রাধাগোবিন্দ লোকনাথ নাটমন্দিরের আহ্বায়ক প্রকৌশলী কৌশিক অধিকারী বলেন, 'লেবু মিয়া নামের এক ব্যক্তি নিজেকে বিএনপির নেতা দাবি করে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে আমাদের নাটমন্দির ভাঙচুর করে। এ সময়ে বাধা দিতে গেলে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে আহত করে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, 'মন্দির ভাঙার খবর পেয়ে সেনাবাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কথা বলতে লেবু মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।