সাপাহারে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উক্ত পোনামাছ অবমুক্তকরণে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোহসিনা খাতুন, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের পুকুর ও বিজিবি ক্যাম্পের পুকুরসহ মোট ২৬টি পুকুরে ২৮০ কেজি দেশীয় কার্পজাতের পোনামাছ অবমুক্ত করা হয়।