হরিরামপুরে গৃহবধূর মৃতু্য নিয়ে ধূম্রজাল স্বামী ও শাশুড়ি পুলিশি হেফাজতে

প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে স্মৃতি সরকার (২০) নামে এক গৃহবধূর মৃতু্য নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। এ দম্পতির দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ মৃতু্যর ঘটনায় বিতর্ক সৃষ্টি হওয়ায় নিহতের স্বামী সঞ্জিত সাহা ও শাশুড়ি নিয়োতি সাহাকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী সঞ্জিত পেশায় একজন অটোরিকশা চালক। সে বিকাল চারটার দিকে অটোরিকশা নিয়ে বের হয়ে যায়। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই গৃহবধূর সন্তানের কান্নাকাটির শব্দ পেয়ে, শাশুড়ি স্মৃতি কে ডাকতে গিয়ে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূর পরিবার থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়। নিহতের সুনির্দিষ্ট কোনো আলামত না পাওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এবং গৃহবধূর স্বামী ও শাশুড়িকে থানা হেফাজতে নেওয়া হয়। হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধূর পরিবারের মৌখিক অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সঞ্জিত সাহা ও শাশুড়ি নিয়োতি সাহাকে থানায় আনা হয়েছে। তারা এখনো থানা হেফাজতেই আছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।