১৭ বছর এই জাতি ছিল গণতন্ত্রহীন -মাওলানা রফিকুল ইসলাম
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, 'গত ১৭ বছর এই জাতি গণতন্ত্রহীন ছিল। এই জাতি ছিল আইনের শাসনের বাইরে, বিচারব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে, বিশেষ করে এই স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এই দেশের মানুষ দল-মত-নির্বিশেষে জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।' শুক্রবার নরসিংদীতে ইসলামী আন্দোলনের সাবেকদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই হয় তাকে গুম হতে হয়েছে অথবা খুন হতে হয়েছে। অথবা ক্রসফায়ারের মুখোমুখি হতে হয়েছে অথবা কারাগারে বন্দি হতে হয়েছে।'
তিনি বলেন, 'আলহামদুলিলস্নাহ বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যনারে খুবই অল্প সময়ের মধ্যে বহু মানুষের জীবন। হাজার হাজার মানুষের জীবন, লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে একটি যৌক্তিক পরিণতি লাভ করেছে। দীর্ঘ ১৫ বছর ৭ মাস ৫ দিন ফ্যাসিবাদের শাসনের পতন হয়েছে। এদেশের মানুষ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে।'
নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মো. মোছলেহউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাতার শাখার সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার, নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আমজাদ হোসেন, ইসলামী ছাত্রশিবিরের নরসিংদী শহর শাখার সভাপতি রুহুল আমিন, সাবেক জেলা সভাপতি আমিরুল ইসলাম আমির, মাহফুজুর রহমান, শাহাদাত হোসেন, আকরাম খান বুলবুল, নরসিংদী শহর জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক, জাহাঙ্গীর আলম প্রমুখ।