ভিন্ন দাবিতে তিন জেলায় মানববন্ধন
টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবি
প্রকাশ | ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এছাড়াও ভিন্ন দাবিতে আরও তিন জেলা মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলার গালা গ্রামে মূলত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ৩-৪ জন। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকাভুক্ত হয়েছেন। তদন্তসাপেক্ষে দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, 'কিশোর গ্যাং'-এর চাঁদাবাজির প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।
বক্তারা বলেন, ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং রাসেল বাহিনী এলাকার প্রতিটা প্রবাসীদের বাড়িতে চাঁদা দাবি করছে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় নির্যাতনের শিকার হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে সাংবাদিক আবু সায়েমের হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার জীবননগর বাসস্ট্যান্ডে আবু সায়েমের সন্তান ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সাংবাদিক আবু সায়েমের ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী আবু যোবায়ের রুদ্র ও ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু জাকারিয়া রওনক ছাড়াও বক্তব্য দেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এমআর বাবু, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, দৈনিক জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলম, জীবননগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিমন, নাঈদ, হাসানুজ্জামান, এমআই মুকুল। মানববন্ধন সঞ্চালনা করেন চাষী রমজান।
আবু সায়েমের ছেলেরা বলেন, '২০১৫ সালের ৭ জুলাই রাতে আমাদের বাড়িতেই বাবা সাংবাদিক আবু সায়েমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ভাড়াটে খুনি রাজীব সরকার। পরে তাকে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আটক করে রাতেই পুলিশে সোপর্দ করা হয়। আর বাবা পরের দিন ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা বাবার হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।'
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাদ্দাম হোসাইনের অনিময় ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার উপজেলার ঠাকুরেরহাট এলাকার প্রধান সড়কে মানববন্ধন করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের প্রায় শ'খানেক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনকারীদের অভিযোগ, উপজেলার ঠাকুরের হাঠ এলাকায় টয়লেট প্রকল্পের কাজ না করেই উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসাইন এবং কার্যসহকারী নাজমুল হোসেন সাদ্দাম বিল উত্তোলন করেন 'নাহিয়ান ট্রেডার্স' নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। সম্প্রতি দৈনিক যায়যায়দিনসহ বিভিন্ন পত্রিকায় উপজেলা প্রকৌশলীর সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হলে টনক নড়ে তাদের। এরপর ঠাকুরের হাট এলাকায় টয়লেট নির্মাণের জন্য মরিয়া হয়ে ওঠে স্থানীয় এলজিইডি বিভাগের ওই প্রকৌশলী ও কার্যসহকারী।