শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
বেড়েছে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য

হাটহাজারী মহাসড়কে উল্টোপথে গিয়ে ইউটার্ন করছে চালক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কে উল্টা পথ দিয়ে ইউটার্ন নিতে যাচ্ছে যানবাহন - যাযাদি

চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-রাউজান মহাসড়কে উপজেলা পরিষদের সম্মুখ ও বাসস্ট্যান্ডের সামান্য উত্তরে একটি রেস্টুরেন্টের সংলগ্ন স্থানে দেয়া হয়েছে দুটি ইউটার্ন। ব্যস্ততম সড়কে জট পাকানোর সমস্যা কমিয়ে আনতে এ দুটি ইউটার্ন করা হলেও সমস্যা কমার চাইতে বরং বেড়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, হাটহাজারী সরকারি কলেজ থেকে বের হয়ে উপজেলা কিংবা কড়িয়ারদিঘিমুখী ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশা নিয়ম অনুযায়ী পশ্চিম দিকের ইউটার্ন হয়ে পূর্বদিক হয়ে গন্তব্য স্থলে যাওয়ার কথা থাকলেও তা না করে উল্টো পথে এসে উপজেলা পরিষদের সামনে দেয়া ইউটার্ন হয়ে সড়ক পাড়ি দিচ্ছে। ফলে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদের দিকে আসা ইউটার্ন করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রতিনিয়ত বাগ্বিতন্ডা লেগেই আছে।

অপরদিকে হাটহাজারী বাজারমুখী গাড়িগুলোর অবস্থাও একই। রেস্টুরেন্টের সামনে গিয়ে ইউটার্ন হয়ে বাজারে ঢুকার নিয়ম থাকলেও তারা পরিষদের সামনে উল্টোপথে ইউটার্ন হয়ে চলাচল করছে। ফলে গাড়িসহ পারাপাররত পথচারীরা প্রতিনিয়ত পড়ছে বিপাকে। সাধারণ পথচারী ছাড়াও হাটহাজারী সরকারি কলেজ ছাড়াও হাটহাজারী মডেল পার্বতী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজ এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্র ছাত্রীরা প্রতিদিন এ সড়ক দিয়ে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

উল্টোপথে আসা বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি চালিত অটোরিকশার চালকের কাছে কারণ জানতে চাইলে তারা ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে বলেন, হাটহাজারী কলেজ গেইট হতে পশ্চিমে যে ইউটার্ন দেয়া হয়েছে তা অনেক দূরে হওয়ায় উল্টোপথে আসা যাওয়া করেন।

ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে পারাপারের সত্যতা জানিয়ে হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বলেন, কলেজ গেইট হতে পশ্চিমের ইউটার্নটি এতদূরে না দিয়ে যদি জাগৃতির সামনে আর পরিষদের সামনের ইউটার্ন ছোট করে দিলে ছোট ছোট গাড়ির উল্টোপথে আসার প্রবণতা কমে যেত।

সড়ক ও জনপদ বিভাগের হাটহাজারী অঞ্চলের উপপ্রকৌশলী আব্দুলস্নাহ আল নোমান পারভেজ বলেন, কলেজ গেইট থেকে পশ্চিমের ইউটার্নটি আগে আরো কাছে ছিল। গাড়িগুলো তখনো উল্টোপথে যাওয়া-আসা করায় একটু দূরে দেয়া হয়েছে। বিভিন্ন দিক চিন্তা করে ইউটার্ন ডিভাইডার, জেব্রা ক্রসিং দেওয়া হয়। তবে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা সচল হলে আশা করছি বিষয়টি সমাধান হবে। তারপরও মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে