শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পিপির দায়িত্ব নেবেন না এহসানুল হক সমাজী

যাযাদি ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
পিপির দায়িত্ব নেবেন না এহসানুল হক সমাজী

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে যোগদান করবেন না বলে জানিয়েছেন আইনজীবী এহসানুল হক সমাজী।

নিয়োগ পাওয়ার দুই দিনের মাথায় তিনি 'ব্যক্তিগত ও পারিবারিক' কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে সমাজী নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন।

সমাজী লিখেছেন, 'ঢাকা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য হিসেবে প্রায় ৩৮ বছর ধরে পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। তবে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি পাবলিক প্রসিকিউটর পদে যোগদান করতে অপারগ।'

মঙ্গলবার আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিয়োগ পাওয়া পিপি আবদুলস্নাহ আবুকে সরিয়ে এই পদে সমাজীকে আনা হয়।

ওইদিন আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনু-বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। সমাজী আগের তত্ত্বাবধায়ক সরকার আমলের ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পিপি পদে সমাজীকে নিয়োগ দেওয়ার পরপরই বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সামবেশ করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। তাদের (বিএনপিপন্থি আইনজীবী) অভিযোগ ছিল, সমাজী আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

প্রতিবাদকারীরা সমাবেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, পদত্যাগ না করলে সমাজীকে তার দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে