শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আইনশৃঙ্খলা সভা

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, নির্বাচন অফিসার কামরুল হাসাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, এলজিইডির প্রকৌশলী ফয়সাল হোসেন, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও গাংনী থানার ওসি মনোজিৎ কুমার নন্দী। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল

ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জনতা ব্যাংক চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স ম আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আব্দুর রহিম ছোট, শফিউল আলম সুজন।

আর্থিক সহায়তা

ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার আত্রাই কলেজ বোর্ডিং চত্বরে নিহত দুই পরিবারের মাঝে এক লাখ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই শাখার আমির মো. খবিরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলার পূর্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নওগাঁ জেলা পূর্ব তালিমুল কোরআন সভাপতি আ. ন. ম. লুৎফর রহমান, নওগাঁ জেলা পূর্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নাছির উদ্দিন প্রমুখ।

চারা বিতরণ

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

'লাগাই গাছ, বাড়াই বন' এই প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে গাছবাড়িয়া নি. গৌ. সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক আবদুল মতিন, মাওলানা নুরুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী, হেলালুদ্দীন নীরব প্রমুখ।

মাসিক সভা

ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোলস্না, উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোলস্না প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ কুমার সরকার, কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রধান প্রকৌশলী আল আমিন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।

গণসমাবেশ

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সমবায় মার্কেটে এ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সভাপতি আব্দুল করিম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কুড়িগ্রাম সদর থানার সভাপতি আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলার জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিশোধ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হক আইমানী, ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

খাদ্য বিতরণ

ম কুষ্টিয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় নিহত ও আহত হন প্রায় শতাধিক ছাত্র-জনতা। বৃহস্পতিবার নিহত-আহত পরিবারের মধ্যে কুষ্টিয়া প্রেস ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক সম্পাদক ও সিহাব উদ্দিন। খাদ্য বিতরণ অনুষ্ঠানে ৪৬ জন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি লৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুন্নবী বাবুসহ কুষ্টিয়া প্রেস ক্লাবের গণমাধ্যম ব্যক্তিরা ছিলেন।

মৃতু্যবার্ষিকী পালন

ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীর প্রথম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বাদ আসর উপজেলা মডেল মসজিদ হলরুমে মিলাদ মাহফিল, স্মৃতিচারণ সভা ও খুতবা বই বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের ভাঙ্গুড়া উপজেলা সুপার ভাইজার উজ্জ্বল হোসেন। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেম হাফেজ আলামিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার হাফেজ জোবায়ের আহাম্মদ, মডেল কেয়ারটেকার মাওলানা আসিকুর রহমান প্রমুখ।

নিয়োগপ্রাপ্ত

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

অ্যাডভোকেট রাফিজা আলম লাকিসহ সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার রাতে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। অ্যাডভোকেট রাফিজা আলম লাকি মেহেরপুরের পাটকেলপোতা গ্রামের বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলমের মেয়ে। ন্যায় নিষ্ঠাভাবে দায়িত্ব পালনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ত্রাণ বিতরণ

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার ছদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা উপস্থিত থেকে চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ও ত্রাণসমাগ্রী প্রদান করেন। এ সময় তিনি বলেন, দেশের যে কোনো দুর্যোগকালে মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িছে দিয়েছে। অতীতের ন্যায় আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বিতরণকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকারসহ অন্য কর্মকর্তারা ছিলেন।

সামগ্রী প্রদান

ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর এবাদত খানা সাউন্ড সিস্টেম সামগ্রী ক্রয়ের জন্য দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। নানিয়ারচর জোন বিষয়টি জানার পর 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ওই এবাদত খানায় সাউন্ড সিস্টেম সামগ্রী (মাইক, এমপিস্নফায়ার, মাইক্রোফোন এবং অন্য প্রয়োজনীয় দ্রব্যাদি) প্রদান করে। লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি এবাদত খানার কর্তৃপক্ষের কাছে সাউন্ড সিস্টেম সামগ্রী তুলে দেন। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

\হ

আইনশৃঙ্খলা সভা

ম শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী, উপজেলা প্রকৌশলী সানাউল, উপজেলা বিষয়ক মহিলা অফিসার জাহান-ই-,গুলশান ও সকাল ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও পুলিশ সদস্যসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা।

স্মার্ট ক্লাসরুম উদ্বোধন

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঘাসফুলের সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ প্রদান ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৪ এর আওতায় এ শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা প্রদান করা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, সৃজনী বিদ্যানিকেতনের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

পোনামাছ অবমুক্তকরণ

ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরের আনন্দ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. ওয়ালিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ দেবনাথ প্রমুখ। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে ২৪৩ কেজি পোনামাছ উপজেলার মোট ৮টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মু. ওয়ালিউল ইসলাম।

মতবিনিময় সভা

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে গফরগাঁওয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কলেজ রোড়ের জেলা পরিষদ ডাকবাংলোর একটি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেজর শরিফ আহমেদ সঠিক তথ্য-উপাত্তসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানান। উপস্থিত ছিলেন গফরগাঁও প্রেস ক্লাবের আহ্বায়ক রোবেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারি, সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, কারুজ্জামান রিটন, আজাহারুল হক, মতিউর রহমান প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

ব্যাংকের আর্থিক সেবা কার্যক্রম সম্পর্কে সব শ্রেণি-পেশার জনগণকে অবহিত করার জন্য মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার টেকেরহাট পাঁচ তলার মোড় এলাকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের টেকেরহাট শাখা অফিসে এ কর্মসূচি পালন করা হয়। কর্মশালায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড টেকেরহাট শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজার কামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিডস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রভাষক আলী আহমেদ আকন, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ কুমার মিত্রসহ ব্যাংকের বিভিন্ন গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

'বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ ও প্রাণ প্রাচুর্যের বাংলাদেশ'- এ সেস্নাগানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ব্যবস্থাপক আব্দুর রব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোটবাজার শাখার ম্যানেজার অপারেশন স্বপন উদ্দিন, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ প্রমুখ।

সচেতনতামূলকর্ যালি

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে মূল স্রোতধারায় সম্পৃক্তকরণে গণসচেতনতামূলকর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা হয়। দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, প্রেস ক্লাব সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

চারা বিতরণ

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। ক্লাবের উপদেষ্টা রাহেনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা প্রমুখ।

প্রশিক্ষণ অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলে বিএআরআই উদ্ভাবিত স্বল্প মূল্যের ভ্যাকুয়াম ফ্রাইং মেশিনের মাধ্যমে আলু, কলা, কাঁঠাল ও আম থেকে গুণগতমান বজায় রেখে উৎকৃষ্টমানের চিপ্স তৈরির প্রযুক্তি হস্তান্তর এবং প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল সদরের ভাতকুড়া এলাকায় স্থানীয় টিম লিডার আল মাহমুদা রেশমার ট্রেনিং হাউজে অনুষ্ঠিত ওই সভায় ডাচ্‌ বাংলা ব্যাংকের মতিঝিল শাখার সোস্যাল প্রোগ্রামের সিএসআর ডক্টর আব্দুর রাজ্জাক আকন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডাচ্‌ বাংলা ব্যাংকের মতিঝিল শাখার এসএভিপি জাকির হোসেন, গাজীপুরস্থ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোলাম ফেরদৌস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীতে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। বৃহস্পতিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা শিক্ষক সমাজের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। উপজেলা শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলসাগর মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী।

স্মরণ অনুষ্ঠান

ম গাইবান্ধা প্রতিনিধি

'তুমি ছিলে তাই' শিরোনামে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সাহিত্যিক আবু জাফর সাবুর স্মরণ অনুষ্ঠান। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক বইয়ে শোকানুভূতি প্রকাশ, স্বাগত বক্তব্য, নীরবতা পালন, জীবনী পাঠ, পুস্তক প্রদর্শনী, দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা প্রেস ক্লাব। প্রয়াত আবু জাফর সাবুর প্রবাসী কন্যা জাফরিন আকতার সুমি এবং সুরবাণী সংসদ গাইবান্ধার সহযোগিতায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গাইবান্ধা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কে.এম রেজাউল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্মরণ অনুষ্ঠানের আহ্বায়ক সাংবাদিক রজতকান্তি বর্মন।

মতবিনিময় সভা

ম গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

গোলাপগঞ্জে জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে সমমনা ইসলামি দল ও উলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় পৌর জামায়াতের নায়েবে আমির প্রভাষক রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি শামছুদ্দিন বাণীগামী, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ফুলবাড়ি বড় মোকাম জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুর রহমান হাবিবী, হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ পৌর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

পোনা মাছ অবমুক্ত

ম সুজানগর (পাবনা) প্রতিনিধি

পাবনার সুজানগরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে অভ্যন্তরীণ জলাভূমি, বিল, বর্ষায় পস্নাবিত ধানক্ষেত এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার খয়রান ব্রিজসংলগ্ন পস্নাবনভূমি ও ৪টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান, সমাজসেবা কর্মকর্তা জিলস্নুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, সাংবাদিক এম মনিরুজ্জামান, আব্দুল আলীম রিপন প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম জাবীদ হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির শাহাজান আলী, পৌর বিএনপির সভাপতি শাহজান কবীর, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন মোড়ল, উপজেলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, জীবননগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রবিউল ইসলাম, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে