নওগাঁর নিয়ামতপুরে ঝাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্থানীয় বিএনপির নেতারা। বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা এবং কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন।
স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে নওগাঁ-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী বলেন, 'কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার ঝাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীর সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছি। প্রতিষ্ঠাবার্ষিকীতে যে অর্থ খরচের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেই অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।'
একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, 'যেহেতু দেশে বন্যার্তদের সহযোগিতায় সকলেই এগিয়ে আসছে। তাছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মেনেই আমরাও প্রতিষ্ঠাবার্ষিকীর অর্থ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'