হত্যা, বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃতু্য

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় হত্যা-আত্মহত্যা, বজ্রপাত, সাপের দংশন ও সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃতু্য হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে যুবক খুন, চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে বৃদ্ধের মৃতু্য, মেহেরপুরের গাংনীতে সাপের দংশনে স্কুলছাত্রের মৃতু্য, নাটোরের যুবকের আত্মহত্যা ও নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাই ও চাচা গুরুতর আহত হয়েছে। পরে ক্ষুদ্ধ হয়ে নিহতের স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর করে। গত বুধবার রাতে সদর ইউনিয়নের ভবের বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত শিপন সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে। আহতরা হলেন- নিহত শিপনের ভাই কুটি মিয়া ও তার চাচা জীবন মিয়া। সূত্রে জানা যায়- শিপন ও কুটি মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া, চরগাঁও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়াসহ ৭-৮ জন সহপাঠীর বিরোধ চলছিল। বুধবার রাতে সদর ইউনিয়নের ভবেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন, কুটি ও তার চাচা জীবন মিয়া। এ সময় পূর্ব বিরোধের জেরে রুবেল, সুমনসহ ৭-৮ জন তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।' বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোয়াজ্জিন পাড়ার জাফর আহমদ (৫৬) নামে এক বৃদ্ধের বজ্রপাতে মৃতু্য হয়েছে। বুধবার রাতে জাফর আহমেদ ফলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন। তার শরীরের অংশ বিশেষ ঝলসে যায় এবং ঘটনাস্থলে মৃতু্য হয়। নিহত জাফর ৫ সন্তানের জনক এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বদি আলম জানান, ভোরে বের হলে বাতি জ্বলতে দেখে এগিয়ে যান এবং দেখেন জাফর পড়ে আছেন। ধারণা করা হ?চ্ছে রাতেই বজ্রপাতে তার মৃতু্য হয়েছে। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, সাপের দংশনে কিরণ হোসেন (১১) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। বুধবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপ দংশন করে। কিরণ মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় কাজিপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। জানা গেছে, রাতে ঘরে ঘুমিয়েছিল কিরণ। সাড়ে নয়টার দিকে সাপের দংশনে তার ঘুম ভেঙে যায়। বিষয়টি বাবা-মাকে জানালে কোন সমস্যা হবে না এমন আশা দিয়ে কিরণকে ঘুমিয়ে পড়তে বলেন তারা। রাত সাড়ে ১১টায় কিরণ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে মৃতু্যর কোলে ঢলে পড়ে কিরণ। লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে বাগানের আম গাছ থেকে নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মোড়দহ গ্রামের রঘুনাথপুর- বাহাদুরপুর সড়কের পাশের একটি বাগানের আমগাছ থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত নাজমুল হোসেন ওই গ্রামের পাঁচু মিয়ার ছেলে।  জানা যায়, সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার পথে গাছে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  লালপুর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে। তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী(৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে সরাইগাছি-নিতপুর রাস্তার কালিনগর গ্রামে ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উপজেলার কালীনগর গ্রামের মুরাদ বাক্সের ছেলে। তিনি সারাইগাছি মোড় থেকে হেঁটে কালিনগর গ্রামে বাড়িতে আসছিলেন। ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তিনি মারা যান।