কাশিয়ানীতে দুস্থ নারী শ্রমিকদের মধ্যে চেক বিতরণ
প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে কর্মরত দুস্থ নারী শ্রমিকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে ১৪০ জন দুস্থ নারী শ্রমিককে এ চেক বিতরণ করেন নির্বাহী প্রকৌশলী এহসানুল হক।
চেক বিতরন উপলক্ষে হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানূল হক। উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মোরাদ। আরও বক্তব্য রখেন জেলা ট্রেনিং অফিসার আনিসুর রহমান, সি.ও আতাউর রহমান পল্টু, সদর উপজেলার সি.ও রেজাউল করিম প্রমুখ।
উপজেলা প্রকৌশলী সজল দত্ত জানান, পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ-কর্মসূচি-০৩ শীর্ষক প্রকল্পে- উপজেলার ১৪০ জন দুস্থ মহিলা চার বছর কাজ করেন। তদের মজুরি থেকে সঞ্চয় হিসাবে কিছু টাকা কেটে রাখা হতো। যে অর্থ দিয়ে তারা প্রকল্প শেষ হলে কোন না কোন কাজ করে সংসার চালাতে পারেন।