সমন্বয় সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. মামুনার রশিদ, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুলস্নাহ আল মামুন, এলজিইডি প্রকৌশলীসহ ৬ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিজিবি ও ফায়ার সার্ভিস এবং এনজিও প্রতিনিধিরা।
কমিটি গঠন
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি হরিণাকুন্ডু উপজেলার শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের মিলনাতনে সবার সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন মো. আবুল হাসান মাস্টার এবং সাধারণ সম্পাদক মো. মাসুদুল হক টিটো। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কামাল উদ্দীনসহ অন্যরা। সভাপতির বক্তব্যে আবুল হাসান মাস্টার বলেন, উপজেলার সব প্রতিষ্ঠানকে নিয়ে শিক্ষার মান উন্নয়ন জবাবদিহিতা ও শক্তিশালী শিক্ষক সংগঠন গড়ে তুলতে হবে। এছাড়া শিক্ষকদের দাবি-দাওয়া নিয়েও কাজ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভা
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ-অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভবের কারণে অনেকেই হেনস্তার শিকার হচ্ছেন। এমন অবস্থার প্রেক্ষিতে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে মতবিনিময় করছেন বিএনপির সাবেক সাংসদ ডা. ছালেক চৌধুরী। গত মঙ্গলবার বিকালে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদ আলী, নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ববর রহমান, বামইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।
পোনা মাছ বিতরণ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার আশেপাশে প্রাতিষ্ঠানিক পুকুর, জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে মৎস্য চাষিদের মাছের পোনা বিতরণ করেন প্রধান অতিথি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য ক্ষেত্র সহকারী চিংনু মার্মা ও প্রান্তিক মৎস্য চাষিসহ মৎস্যজীবী।
সভা অনুষ্ঠিত
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে বন্যা-পরবর্তী পুনর্বাসন উদ্যোগ গ্রহণের পূর্বে সমন্বয় করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা করেছে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ থেকে নিয়ন্ত্রিত মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন সেল। মঙ্গলবার বিকালে উপজেলা জহুরুল হক হল রুমে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। আরও ছিলেন মোহাম্মদ ইকবাল, সেলিম উলস্নাহ সজীব, মোহাম্মদ আলিমুল, মোহাম্মদ সাকিল, সাজ্জাদ হোসাইন আরমান, মোহাম্মদ লাভলু, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ মুনসুর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সোহান, মুমিন, আরিফ, সাইফুল।
নতুন কমিটি
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের পূর্বের কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, সভাপতি কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপস্নব।
দোয়া মাহফিল
ম বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে শতবর্ষী বোরহানউদ্দিন কামিল (এমএ) মাদ্রাসায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, ছবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব বাটামারা পীর মাওলানা মুবিবুলস্নাহ। আরও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ, মুহাদ্দিস মাওলানা মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা মাকছুদুর রহমান, প্রভাষক মো. শোয়াইবুর রহমান প্রমুখ।
মেডিকেল ক্যাম্প
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
আকস্মিক বন্যায় আশ্রয়কেন্দ্র ও পানিতে নিমজ্জিত বাসাবাড়িতে ডায়রিয়া, সর্দিজ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনামূল্যে 'মেডিকেল ক্যাম্প করছে। বুধবার রাজনগর উপজেলার উদ্যোগে রাজনগর সরকারি কলেজ আঙ্গিনায় উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাহ উল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য জননেতা মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, মাসুমুর রহমান রাসেল,
হাফেজ রায়হান।
আর্থিক সহযোগিতা
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলার পাঁচটি পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)। বুধবার দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামের আহত পরিবারের হাতে দলীয় ওই অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির নেতা শফিকুর রহমান লিটন, আতোয়ার রহমান জিন্নাহ, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন ও জেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত
ম শেরপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র নির্দেশে গত মঙ্গলবার বিকালে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত তাঁতিহাটি ইউনিয়নের চক-কাউড়িয়া গ্রামের শহীদ জসিম হোসেন টুক্কু মিয়ার কবর জিয়ারত করেন। পরে সে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করেন এবং সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন বলে প্রতিশ্রম্নতি দেন। এসময় ছিলেন শেরপুর জেলা বিএনপি ও শ্রীবর্দী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিতর্ক প্রতিযোগিতা
ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা দুর্নীতি দমন কমিশন ও ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে 'সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়' বিষয়ের পক্ষে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে আড়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
দায়িত্ব গ্রহণ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর স্বনামধন্য সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গত মঙ্গলবার অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল দায়িত্ব বুঝে নিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমুর রহমানের কাছ থেকে। তিনি কলেজে আসার পর অত্র কলেজে সব শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রসমাজও তাকে শুভেচ্ছা জানান। জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল শিক্ষক নেতা হিসেবে জাতীয় ও আঞ্চলিকভাবে খুবই পরিচিত। তিনি ছাত্রজীবন থেকে সাহসিকতার সহিত বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন।
ভেড়া বিতরণ
রধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ২ জন ভিক্ষুককে ৫টি করে ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভেড়া ও ঋণের টাকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় ছিলেন উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার সামসুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাত প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ভেড়া গ্রহীতা ও ঋণ গ্রহীতাকে তাদের গৃহীত সম্পদ উন্নয়নমুখী সঠিক কাজে ব্যবহারে নির্দেশনা প্রদান করেন।
মাছের পোনা অবমুক্ত
ম হরিণাকন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ১০টি জলাশয়ে ৩৩৪ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা বারোটার সময় উপজেলা পরিষদ পুকুর, ভূমি অফিসের পুকুর, লালন শাহ কলেজ পুকুরসহ অন্যান্য জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। প্রধান অতিথি ছিলেন হরিণাকন্ডু উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, সমাজসেবা অফিসার শিউলী রানীসহ অন্যান্য কর্মকর্তা, ছাত্রছাত্রী, সুধীবৃন্দ এবং মিডিয়া সদস্যরা।
সমন্বয়কের গণসংযোগ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে শোভারামপুর গ্রামের অধিবাসী জাতীয়ভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে পুরো দেশে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাজিতপুর বাজারসহ বিভিন্ন পাড়া-মহলস্নায় সমর্থকদের নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন। গণসংযোগে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপজেলা সদস্য সচিব মো. জহিরুল হক কাজল, কেন্দ্রীয় নেতা হরিপদ দাস নান্টু, সদস্য সাজ্জাদ পারভেজ।
কাজের উদ্বোধন
ম ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে পৌর এলাকার মধ্যে এক সময় সাতটি খাল বিদ্যমান ছিল। যা ময়লা-আবর্জনায় আস্তে আস্তে এই খালগুলো ভরাট হয়ে যায়। এরই ধারাবাহিকতায় ৭টি খাল খননের উদ্যোগ নিয়েছে ঝালকাঠি পৌরসভা। বুধবার বেলা সারে ১১টায় ঝালকাঠির পৌরসভার খাল খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন। ঝালকাঠি পৌরসভার নিজস্ব অর্থায়নে এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন করা হবে।
আলোচনা সভা
ম মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। সভায় আরও ছিলেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফ উল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম জয়নুল ইসলাম, মো. আসাফুদ্দৌলা, মো. শফিকুর রহমান, জহুরুল হক, ইন্সট্রাক্টর আব্দুল মতিনসহ প্রধান শিক্ষক-শিক্ষিকারা।
সুধীসমাবেশ অনুষ্ঠিত
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী, সহযোগী ও সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল থানার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল থানা শাখার আমির মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সাংগঠনিক জেলা উত্তর কর্মপরিষদের সদস্য মাওলানা মো. খোদা বক্স। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সাংগঠনিক জেলা উত্তর অফিস সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম খোকন। কাহারোল থানা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এসএম আব্দুর রাজ্জাক প্রমুখ।
ভুয়া চিকিৎসককে জরিমানা
ম টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিংগড়ী ত্রিপলস্নী গ্রামের অপূর্ব মন্ডল অপু নামে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রেসক্রিপশন লিখবে না বলেও তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মঙ্গলবার বিকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী ত্রিপলস্নী গ্রামে ওই চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক। ভুয়া চিকিৎসক অপূর্ব মন্ডল অপু চিংগড়ী গ্রামের মৃত নিরোধ মন্ডলের ছেলে। অভিযানে ছিলেন গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথীকা রানী মন্ডল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসা কর্মকর্তা আলমগীর হোসেন।
সভা অনুষ্ঠিত
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যুব ফোরাম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেস ক্লাব অডিটরিয়ামে এ সময় ছিলেন জেলা সাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, উপজেলা সাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়কারী চয়ন সরকার, উপজেলা যুব ফোরামের আহ্বায়ক হিরন মিয়া ও যুব ফোরামের সদস্যরা। সুইডেনের আর্থিক সহায়তায় সাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের মাধ্যমে পরিচালিত এই যুব ফোরাম।
সাউন্ড সামগ্রী প্রদান
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর এবাদত খানা সাউন্ড সিস্টেম সামগ্রী ক্রয়ের জন্য দীর্ঘদিন যাবৎ আর্থিক সংকটে ভুগছিল। নানিয়ারচর জোন বিষয়টি জানার পর অদ্য বুধবার 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় ওই এবাদত খানায় সাউন্ড সিস্টেম সামগ্রী প্রদান করেন। এ সময় এবাদত খানার কর্তৃপক্ষের কাছে সাউন্ড সিস্টেম সামগ্রী তুলে দেন লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয় সর্বস্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।
আর্থিক সহায়তা
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার গাজীপুর বোর্ডবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো রায়হান কবিরের (১৮) পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামে নিহত পরিবারের কাছে ১ লাখ টাকা তুলে দেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় আরও ছিলেন নওগাঁ জেলা পশ্চিমের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সদস্য নওশাদ আলী, উপজেলা নায়েবে আমির ইবরাহীম হোসেন।