অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে তিন জেলায় বিক্ষোভ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
তিন জেলায় অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বগুড়ার দুপচাঁচিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কলেজ অধ্যক্ষ ও চাঁদপুরের ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে এ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। প্রতিনিধিদের পাঠানো খবর-
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ এয়তেবাড়িয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জি এম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা, স্বৈরাচারী, অবৈধ শিক্ষক ও কর্মচারী নিয়োগকারী, বিভিন্ন অসৎ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাদ্রাসা গেটের সামনে তালোড়-দুপচাঁচিয়া রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মাদ্রাসা রক্ষায় নিবেদিত সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষার্থী রেহেনা ও হাফিজার রহমান জানায়, মাদ্রাসার প্রিন্সিপাল একজন দুর্নীতিবান ব্যক্তি। তিনি শিক্ষার্থীদের থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ নিয়ে থাকেন।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোশাররফ হোসাইন বলেন, 'শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা শিক্ষকরা একমত। আমরা সব সময় ন্যায় সঙ্গত দাবির পক্ষে।' মাদ্রাসার প্রিন্সিপাল জিএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে একটি স্বার্থান্বেষী মহল ভয়ভীতি দেখিয়ে তার বিরুদ্ধে শিক্ষার্থী ও শিক্ষকদের দিয়ে আন্দোলন করাচ্ছেন।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।
বুধবার বেলা ১১টার দিকে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে অধ্যক্ষ শাহাবুদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন স্স্নোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।
এ সময় কলেজে অধ্যক্ষকে না পেয়ে দ্রম্নত সময়ের মধ্যে তার পদত্যাগ দাবি করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ শাহাবুদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি বলে দায়সারা বক্তব্য দিয়ে এড়িয়ে যান।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুর ফরিদগঞ্জের ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনকে দুর্নীতি, চাঁদা ও অস্ত্রোবাজ হিসেবে আখ্যায়িত করে তার বিচার এবং পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র সমাজ আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনতা অংশগ্রহণ করে। বিক্ষোভ শেষে পরিষদের সামনে সমাবেশে বক্তারা বলেন, 'আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান শরীফ খাঁন ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের দুর্নীতি করেছেন। ইতোমধ্যে তার বাড়ি থেকে অবৈধভাবে রাখা ককটেল, সরকারি কম্বল, ভিজিডির চালসহ টিসিবির বিভিন্ন পণ্য উদ্ধার করেছে প্রশাসন।
চেয়ারম্যানের অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। চেয়ারম্যানের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউনিয়ন জুড়ে চাঁদাবাজির মহোৎসব করেছে।
অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সন্ত্রাসী বাহিনী দিয়ে চলত নির্যাতন, যে কারণে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।'
এর আগে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান বৈষম্যবিরোধী ছাত্রসমাজ।