রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মহাসমাবেশ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
বৈষম্য, সন্ত্রাস ও চাদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে রাষ্ট্রবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জিমনেশিয়াম কেন্দ্র মাঠে উপজেলা ছাত্র-জনতার উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি'র মূল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। তিনি বলেন, 'কিছু দুষ্কৃৃতকারী ধর্ষণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, লুটতরাজসহ নানা অপকর্ম করে যাচ্ছে। এমনকি তারা বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে স্বাধীন জুম্মল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠনের জন্য দেশে-বিদেশে নানা ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে।'
'অপরদিকে পাহাড়ের শান্তিপ্রিয় বাঙালিদের নেই কোনো সশস্ত্র সংগঠন। তারা উপজাতির ওইসব সশস্ত্র সংগঠনের অস্ত্রের মুখে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজির শিকার হয়েও পাহাড়ে পড়ে আছে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।'