শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

৬০ বছর পর আধুনিকমানের চিকিৎসা সেবা পেতে যাচ্ছে ধুনটবাসী

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
৬০ বছর পর আধুনিকমানের চিকিৎসা সেবা পেতে যাচ্ছে ধুনটবাসী

দীর্ঘ ৬০ বছর পর আধুনিক মানের চিকিৎসা সেবা পেতে যাচ্ছে বগুড়ার ধুনট উপজেলাবাসী। নানা প্রতিকূলতা মাড়িয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে মিলছে সব ধরনের রোগের চিকিৎসা সেবা।

সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে অপারেশন থিয়েটার, এনসিডি কর্ণার, ব্রেস্ট ফিডিং কর্ণার ও কিডস জোনের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সটি ২০০৪ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু দীর্ঘদিন ডাক্তার ও লোকবলের অভাবে অপারেশন থিয়েটারসহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামাদি অকেজো হয়ে পড়েছিল। এসব বিষয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ হয়েছিল একাধিক মিডিয়ায়। এক বছর আগে ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর বসাকের যোগদানের পর থেকেই পাল্টে যেতে থাকে সরকারি এই হাসপাতালের চিকিৎসা সেবার চিত্র। এক সময় কর্মস্থলে চিকিৎসক না থাকলেও এখন এই হাসপাতালে ১৪ জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছেন। এছাড়া টেলিমেডিসিন কক্ষ, কমিউনিটি আই সেন্টার, আল্ট্রাসনোগ্রাম কক্ষ, এক্সরে, সিজার ও নরমাল ডেলিভারিসহ সব রোগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে। এতে দরিদ্র পরিবারগুলো জেলা শহরে না গিয়ে গ্রামে বসেই আধুনিক মানের চিকিৎসাসেবা পেতে শুরু করেছে।

বুধবার আধুনিক চিকিৎসাসেবার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর বসাক, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন ও ধুনট থানার ওসি সৈকত হাসান।

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, জুনিয়র কনসালটেন্ট ডা. আনোয়ারুল হক (অ্যানেসথেসিয়া), ডা. জোবায়ের আহমেদ (মেডিসিন), ডা. মোকছেদা খাতুন (গাইনী), আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল বাসার, মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন, ইমারজেন্সি মেডিকেল অফিসার বিল্পব প্রামাণিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে