মনপুরায় ইউএনও'র মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতারা বিএনপির বিক্ষোভ

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় নবাগত ইউএনও পাঠান মো. সাঈদুজ্জামানের পরিচিতি ও মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতাদের উপস্থিত থাকাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়কে কেন্দ্র করে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ ও প্রতিবাদ জানান দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় বিএনপি নেতাকর্মীরা বলেন, 'স্বৈরসরকারের পতনের পর থেকে স্বৈরশাসকের দোসররা পলাতক রয়েছে। কিন্তু দুঃসাহস দেখিয়ে মনপুরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো আগের মতো দাপট দেখানোর চেষ্টা করছে। দেশের কোথাও কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়াত না দেওয়া হলেও মনপুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কীভাবে দাওয়াত দেওয়া হয় আমরা তা জানতে চাই এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অপতৎপরতার জবাব চাই।' এ সময় বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলম ভূঁইয়া, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাঈদুজ্জামানের কাছে উপজেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাঈদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়নি। তারা মানুষের কাছে শুনে স্বেচ্ছায় সভায় উপস্থিত হয়েছেন।