মান্দায় অধ্যক্ষ নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নিয়োগবাণিজ্য ও অসদাচরণের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চকউলী এলাকাবাসী, ছাত্রছাত্রী ও অভিভাবকদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী রিপন হোসেন, জিসান, রাজু, ফারজানা তাসফিয়া, ইশরাত হিমেল রিমা এবং আয়েশা সিদ্দিকা প্রমুখ।
তারা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়মবহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ নিয়োগবাণিজ্য করেছেন। এ ছাড়া ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অবস্থায় অতিদ্রম্নত তার পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা শাহ আলম সেখ বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'