দোয়ারাবাজারে ইউএনও'র সঙ্গে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা
ছাত্র আন্দোলনের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা চালানো হচ্ছে
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
'চলমান পরিস্থিতিকে পুঁজি করে একশ্রেণির স্বার্থান্বেষীদের ইন্ধনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। সুবিধাবাদিদের উস্কানিতে ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অহেতুক শিক্ষকদের হেনস্তা এবং ক্যাম্পাসে অশান্তি তৈরি করছে। এভাবে চলতে থাকলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে আন্দোলনের ডাক দেবেন শিক্ষকরা।'
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনুর সঙ্গে দোয়ারাবাজার উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বৈঠক শেষে উপরোক্ত কথা বলেন শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলাউড়া দারু. কাসেমিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কালিমুলস্নাহ, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিজ আলী, হেলাল-খসরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার, সোনালীচেলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দারুল হেরা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের আহমদ মজুমদার, হাজী নুরুলস্নাহ দশগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত কবির, দোয়ারাবাজার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিমালা দাস প্রমুখ।