বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি করা হয়েছে। বুধবার উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ শামীম মিয়া।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৭ আগষ্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সজিব হাওলাদার (৩৫) নিখোঁজ হয়। পরে গত ১৫ আগষ্ট শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬জনকে আসামি করা হয়। উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় বিএনপি নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদ ও মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রকি, চনপাড়া জিয়া নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আখন, প্রচার সম্পাদক লিটন মিয়া, চনপাড়া জিয়া নগর চিকিৎসক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডা. সোলাইমান কবির প্রমুখ।