যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর ভূমিদসু্য সুইট-সুজার বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
ইমরান হোসাইন লিখন, গাইবান্ধা থেকে ফিরে
গাইবান্ধার ভূমিদসু্য সুইট-সুজার বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। ইতোমধ্যে বিভিন্নভাবে প্রতিহত করতে শুরু করেছে তারা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে কয়েক হাজার মানুষ মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছে তারা।
গত ২২ আগস্ট যায়যায়দিন পত্রিকায় সুইট-সুজার অবৈধভাবে বালু উত্তোলনের একটি সংবাদ প্রকাশ হয়। এরপর স্থানীয়রা তাদের বিরুদ্ধে ওইদিনই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে অভিযুক্তরা বালু উত্তোলনের সরঞ্জাম গুটিয়ে নেয়। প্রশাসনও রয়েছে সরব। মানববন্ধনে এলাকাবাসী সুইট চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, সাঘাটা ইউপি সদস্য গোলাম বেপারী, সাবেক মেম্বার সফর আলী, জাহিদ হোসেন, জুয়েল রানা, সোহাগ মিয়া প্রমুখ। সাঘাটা ইউএনও ইসাহাক আলী বলেন, 'মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা একটি স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রদান করেছে। সেখানে সুইট চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গ্রেপ্তার করা আমাদের কাজ নয়। আমরা স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি।'