রামগড়ে গৃহবধূ ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ (৩৫) গণধর্ষণকারী পাহাড়ি সন্ত্রাসীদের দ্রম্নত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। মঙ্গলবার বাসস্ট্যান্ড এলাকায় পৌর শাখার সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পিসিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলা মহিলা পরিষদ সভাপতি হাসিনা বেগম, সম্পাদক জোহরা বেগম, পিসিএনপি রামগড় উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে থানায় মামলা রুজু করে অপরাধীদের দ্রম্নত গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তির দাবি জানান। এদিকে পাহাড়ি সন্ত্রাসীদের গণধর্ষণ, মারপিট ও ঘর লুটপাটের ঘটনায় এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।