সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুলধারার গণমাধ্যম কর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছে সংগঠনটি।
বুধবার শান্তিগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কাজির বাজার পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী বাদী হয়ে অভিযুক্ত ৩ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় মামলাটি করেন।
অভিযুক্তরা হলেন- উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বসিয়াখাউরী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে সজিব মিয়া (৪০), একই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে সাজল মিয়া (৪৫) ও দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামের মৃত তারিফ মিয়ার ছেলে রায়হান কবির।
জানা যায়, শান্তিগঞ্জ প্রেস ক্লাব নামক গণমাধ্যম কর্মীদের সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতে গন্যমাধ্যম কর্মীরা সত্য, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও জনগণের অধিকার আদায়ে সংবাদপত্রে মতপ্রকাশ করে আসছেন। সম্প্রতি একটি দুষ্কৃতিকারী মহল শান্তিগঞ্জ প্রেস ক্লাবের মুলধারার সকল গন্যমাধ্যম কর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা অভিযুক্তরা অপপ্রচার ও আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করে এবং অজ্ঞাতনামা বিবাদীগণও কমেন্টে মিথ্যা বানোয়াট অপপ্রচার করতে থাকে। সেই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করতে থাকে।
শান্তিগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী বলেন, 'একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করে আসছিল। অভিযুক্তরা নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করায় অভিযোগ দায়ের করেছি। সেই সঙ্গে সংবাদকর্মীদের তারা দেখে নেওয়ারও হুমকি প্রদান করে আসছে।'
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দ্রম্নত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'