ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাজিন আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়িসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ অন্যদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তাজিনের মা, ভাই, বোনসহ এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।
মঙ্গলবার পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
লিখিত বক্তব্যে তাজিনের বড় ভাই উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন জানান, গত ২৩ আগস্ট দুপুরে তার বোন তাজিন আক্তারকে তার স্বামী জুয়েল, শাশুড়ি আছিয়া বেগম ও অন্যরা মিলে শারীরিক নির্যাতন করে হত্যার পর ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে তাজিন আক্তারের লাশ শয়ন ঘরের বেলকনিতে লোহার এঙ্গেলের সঙ্গে পরনের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, 'গৃহবধূ তাজিন আক্তারের মৃতু্যর ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'