রাণীনগরে ছুরিকাঘাতে তিনজন আহত হামলাকারী আটক
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এর মধ্যে শহিদুল ইসলাম তুহিনকে (৩৮) গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হামকলাকারী যুবক নাফিজ ওরফে সাদিককে (২১) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার উপজেলার আবাদপুকুর বাজার গো-হাটি এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন আবাদপুকুর উত্তরপাড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে তুহিন, জিয়ারুল ইসলাম নান্নু (৪২) ও তুহিনের ছোটভাই শাফি (২৮)। হামলাকারী যুবক নাফিজ আবাদুকুর বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামে ছেলে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মেহেদি মাসুদ বলেন, তুহিনের ওপর হামলার বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। তবে পূর্বের কোনো জের ধরে এ হামলা হতে পারে। স্থানীয়রা হামলাকারী নাফিজকে ছুরিসহ আটক করে।