দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র, সঙ্গীত শিল্পীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস) চার ধাপে বন্যার্তদের জন্য মোট ৩৬ কোটি টাকা সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার এসএসএস'র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার সিনিয়র পরিচালক সন্তোষ চন্দ্র পাল এ তথ্য জানিয়ে বিশদ বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে এসএসএস'র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়ার পক্ষে লিখিত বক্তব্যে সিনিয়র পরিচালক সন্তোষ চন্দ্র পাল জানান, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিলস্না, চট্টগ্রাম, চাঁদপুর, মৌলভী বাজার, হবিগঞ্জ, লক্ষ্ণীপুরসহ বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। বন্যা মোকাবিলায় এসএসএস'র পক্ষ থেকে চার ধাপে ৩৬ কোটি টাকার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে সংস্থার ছয় কোটি টাকা ত্রাণ হিসেবে তাৎক্ষণিক সহায়তা এবং ৩০ কোটি টাকা পুনর্বাসন হিসেবে ব্যয় করা হচ্ছে।
তিনি জানান, প্রথম ধাপে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। ব্যয়িত অর্থের দ্বিতীয় ধাপে দেড় কোটি টাকা ব্যয়ে বন্যার্তদের ত্রাণ হিসেবে খাদ্য সহায়তার ১০ হাজার (১৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের) প্যাকেট প্রস্তুত ও বিতরণ করা হচ্ছে। তৃতীয় ধাপে বন্যার্তদের পুনর্বাসনে বিশেষ করে কৃষি, মৎস্য, ঘর মেরামত, টিউবওয়েল স্থাপন, স্যানিটেশন প্রভৃতির জন্য সাড়ে তিন কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়া সংস্থার মেডিকেল অ্যাসিসটেন্টদের সমন্বয়ে ২০টি পৃথক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যার্তদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
চতুর্থ ধাপে বন্যা পরবর্তী পুনর্বাসনে ক্ষুদ্র অর্থায়ন ঋণের পাশাপাশি ৩০ কোটি টাকা অত্যন্ত সহজশর্তে নামমাত্র সুদে সংস্থার সাহস ঋণের (দুর্যোগকালীন) মাধ্যমে দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য দেওয়া হবে। তবে বন্যাপরবর্তী পুনর্বাসনের আওতায় সংস্থার ১০৭টি শাখার প্রায় দেড় লাখ সদস্য পরিবারকে সম্পৃক্ত করা হবে। সংবাদ সম্মেলনে এসএসএস'র যুগ্ম-পরিচালক আমিনুল ইসলাম খান, উপ-পরিচালক স.ম. ইয়াহিয়া, সহকারী পরিচালক শামছুল আরেফীন, ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি জানান, খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনী, জেলাপ্রশাসন, পুলিশ, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রসহ বিভিন্ন সংস্থার ত্রাণসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে।
জানা গেছে, বন্যায় পস্নাবিত এলাকার পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা জমে থাকা কাদা, ময়লা, আবর্জনা সরিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। পানি সরে যাওয়ায় সর্বত্র ক্ষতের চিত্র দৃশ্যমান হচ্ছে। পানির স্রোতে ভেঙ্গে গেছে সড়ক, ব্রিজ ও সেতু। ভেসে গেছে অসংখ্য পুকুরেন মাছ, নষ্ট হয়ে গেছে ফসলের ক্ষেত। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার।
বন্যার পর সর্বশক্তি নিয়ে মাঠে ছিল, বাংলাদেশ সেনাবাহিনী, প্রশাসন, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা। সেনাবাহিনীর সদস্যরা বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধার করেছে। সেই সঙ্গে দুর্গত এলাকার মানুষের মাঝে সেনাবাহিনী, জেলা প্রশাসন বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা ও বিভিন্ন সংগঠন ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন।
বিশুদ্ধ পানির সংকট দূর করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছেন রাস্তায় ধসে পড়া মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ। বিচ্ছিন্ন করা সংযোগ লাইন চালু করছে বিদু্যৎ বিভাগ। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ মুক্তা ধরের নেতৃত্বে প্রশাসন আগের চেয়ে আরও বেশি সোচ্চার রয়েছে।
এদিকে সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সহিদুজ্জামানের নেতুত্বে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংসহ জেলার সকল উপজেলা পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গালের ঘাটাইলের বিজয় ৭১ চত্বরে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন সঙ্গীত শিল্পীরা। মঙ্গলবার বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর আয়োজনে টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, ধনবাড়ী উপজেলা ঘুরে বন্যার্তদের জন্য সহযোগিতা চান তারা। শিল্পীদের আহবানে সারা দিয়ে এগিয়ে আসেন শিক্ষক শিক্ষার্থী শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত থেকে বানভাসি মানুষদের সহমর্মিতা জানিয়ে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (অব.) হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী বাউলিয়ানা শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার পরিচালক রুহুল আমীন খোকন, বৈরাগী স্টুডিও কর্ণধার মিউজিশিয়ান সুজন বৈরাগী, কণ্ঠশিল্পী মীর আলেয়া।
নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটের বটতলি ও সাতবাড়িয়া ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে চতুর্থ দিনে দ্বিতীয় দফায় কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, ওষুধ সামগ্রী ও বাচ্চাদের কাপড় বিতরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন বলেন, 'আমরা ঢাবি ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত চার দিন ধরে কুমিলস্নার নাঙ্গলকোট উপজেলার বটতলী ও সাতবাড়ীয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বানবাসী মানুষজনের মাঝে রান্না করা খাবার, ওষুধ, শিশুদের কাপড় বিতরণ করছি।'
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, বন্যাতদের জন্য ৫০ টাকা সংগ্রহ করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল হাসানাহ স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে সংগ্রহ করা এ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিমের হাতে তুলে দেন তারা।
এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ অন্যান্য গণমাধ্যম কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি জানান, লক্ষীপুরের রামগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হোসেন মজুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য আবু হান্নান লাভলুর তত্ত্বাবধানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি বাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম, পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তাওহিদুল ইসলাম মারুফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোফায়েল আহমেদ, জিএস আবুল কাশেম, নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আওরঙ্গজেব বাবলু, শাহিন আলম, উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটোয়ারী প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বানভাসি আট শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়, সাঙ্গীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেক্স ডায়গস্টিক সেন্টার আশ্রয় কেন্দ্রের নারী-পুরুষের মাঝে পশ্চিম সাঙ্গীশ্বর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পক্ষ থেকে এ খাবার বিতরণ হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন গোপাল দেবনাথ, পরিমল চন্দ্রশীল, সুবাস চন্দ্রশীল, জয়দেব নাথ, আনিক দেবনাথ, গণেশ চন্দ্রশীল, মানিক চন্দ্র দেবনাথ, দীলিপ চন্দ্রশীল, কার্তিক চন্দ্রশীল, অর্জুন চন্দশীল, রঞ্জিত চন্দ্রশীল, সুনীল চন্দ্রশীল প্রমুখ।