হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে নাম পবির্তন করার দাবিতে সভা করেন।
এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সিরাজুল ইসলাম তানজীল, মেহেদী হাসান, ইমন খান, আশরাফুল ইসলাম খান, হাবিবা ইসলাম, কলেজের প্রাক্তন ছাত্র প্রেস ক্লাবে সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মোস্তফা কামাল বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান আ. আজিজ, সাবেক কাউন্সিলর গোলাপ খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৮৬ সালে বিট্রিশ বিরোধী আন্দোলনের নেতা ও পার্লামেন্ট সেক্রেটারি রাজনীতিবিদ সৈয়দ সঈদ উদ্দিনের নামে তার সন্তানরা মাধবপুর উপজেলার পাশে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। কিন্তু ২০২০ সালে তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী প্রভাব খাটিয়ে কলেজের নাম পরিবর্তন করে তার পিতার নামে মৌলানা আছাদ আলীর নামে কলেজের নামকরণ করেন।
বিক্ষোভ শেষে হবিগঞ্জ জেলা প্রশাসক ও মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।