রাজারহাটে তিস্তার ভাঙন রোধে মানববন্ধন
প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী খিতাবখাঁ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন, তিস্তা নদীর জন্ম ২৩৭ বছর আগে। সেই তখন থেকে প্রতি বছর তিস্তা পাড়ের মানুষ ভাঙনের শিকার হচ্ছেন, যা প্রতি বছরে এক লাখ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। অথচ এই নদীর ৩২ কিলোমিটার ভাঙন রোধে কাজ করা হলে যার ব্যয় হতো ১২০০ কোটি টাকা। কিন্তু সরকার তা না করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তুহিন ওয়াদুদ আরও বলেন, গত চার বছরে গতিয়াশামে দৈর্ঘ্যে সাড়ে ৪ কিলোমিটার এবং প্রস্থে আড়াই কিলোমিটার এলাকা তিস্তা নদীগর্ভে বিলীন হয়েছে। সরকার কারও পুনর্বাসনের ব্যবস্থা করেনি। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের জোর দাবি তোলেন তিনি। ২৮ আগস্টের মধ্যে ভাঙন বন্ধে কার্যক্রম নেওয়া না হলে ২৯ আগস্ট ইউএনও'র কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।