আওয়ামী লীগ নেতাসহ দুই জেলায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সুজাউদ্দৌলা সুজা হত্যা মামলায় সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহাতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বড়িয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অপরদিকে, শিবগঞ্জ সোনলী ব্যাংক এলাকায় ককটেল ও বিস্ফোরক মামলার আসামি বুড়িগঞ্জ ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মস্তফাকে জামুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, 'হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহাতাব উদ্দীন ও বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গোলাম মস্তফাকে গ্রেপ্তার করে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে দুই গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ভান্ডারিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যেম ছাপাছড়ি এলাকার রশিদ আহমদের ছেলে আলী হোসেন (৩৬) প্রকাশ হাসান ও আনোয়ারা উপজেলার মধ্যেম শিলাগড়া এলাকার সাহাব মিয়ার ছেলে এরশাদ (৩৮)।
স্থানীয়রা জানায়, ভোর রাতে ৮-১০ জন একটি মিনি ট্রাক নিয়ে এলাকায় প্রবেশ করে। তারা ওই এলাকার হেলালুদ্দীনের গোয়ালঘর হতে দুটি মহিষ চুরি করে গাড়িতে উঠানোর সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করে। এতে চোরের দল মহিষ ফেলে ট্রাক নিয়ে পলায়ন করলেও দুইজন জনতার হাতে ধরা পড়ে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) যুযুৎষু যশ চাকমা বলেন, আটকদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।