বন্যার্তদের পাশে ঢাকা ওয়াসা ১৮ হাজার বোতল 'শান্তি' পানি সরবরাহ
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ১৬:৪১
২৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ দেশের বন্যাদুর্গত এলাকার জন্য বিশুদ্ধ 'শান্তি' পানির প্রায় ১৮ হাজার বোতল সরবরাহ করেছে। এর মধ্যে রয়েছে ২৫০ এমএল-এর ১৫শ' বোতল, ৮ হাজার ১শ' ৫০০ এমএল বোতল, ১ লিটারের ৫ হাজার ৫শ' বোতল, দেড় লিটারের ২ হাজার ২শ' ৫০ বোতল, দুই লিটারের ৩০০ বোতল, ৫ লিটারের ২০০ বোতল পানি। ঢাকা ওয়াসা নিজম্ব পরিবহণ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে স্থানে এসব পানি পৌঁছে দেয়। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম শহীদ উদ্দিন বলেন, 'বন্যার্তদের জন্য ঢাকা ওয়াসার এ উদ্যোগ অব্যাহত থাকবে।' সংবাদ বিজ্ঞপ্তি