বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শাহাদতবরণকারী বীর শহীদদের স্মরণ
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয় কাঠামো ও ব্যবস্থাপনায় যেকোনো বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাধীনতাকে অর্থবহ করতে একদল শিক্ষার্থী যে আন্দোলনের ডাক দেয়, তাকে সাফল্যমন্ডিত করতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নয়ন শেখ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সাবেক শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ভূইয়া এবং ব্যবসায় প্রশাসন বিভাগের মিতু আক্তারের বাবা কুরমান শেখসহ মোট তিনজন শাহাদৎবরণ করেন। গত ২৪ আগস্ট এসব বীর শহীদের কৃতিত্বকে শ্রদ্ধাভরে স্মরণ করতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে একটি স্মরণসভা ইউনিভার্সিটির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আলিম দাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বর্ষীয়ান অধ্যাপক বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ড. মকবুল আহমদ খান এবং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম ভূইয়া ও ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আবু তাহেরের সঞ্চালনায় উক্ত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন- ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার ইউনুসুর রহমান, সহযোগী ডিন অধ্যাপক ড. ফারজানা আলম, অন্যান্য বিভাগীয় প্রধান ও পরিচালক। এ ছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সমন্বয়ক মশিউর রহমান রাঙা ও তানজিন হোসেন অন্তর। আলোচনা শেষে অতিথিরা শহীদ নয়ন শেখের নামে আইন বিভাগের একটি মুডকোর্ট এবং শহীদ তৌফিকুল ইসলাম ভূইয়ার নামে একটি লাইব্রেরি কর্নার শুভ উদ্বোধন করেন। সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি