সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

প্রতিনিধি
আলোচনা সভা ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ও মাজপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে সোমবার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ২টি আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিএনপির নেতা আরিফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রাঙার সভাপতিত্বে গোরড়ী বাজারে সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন। কমিটি গঠিত ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। সোমবার দুপুরে পার্বতীপুর শহরের পুরাতন বাজার শাফি মেমোরিয়াল স্কুলে শিক্ষক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনকে সভাপতি ও প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান সরদারকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভা ম গাজীপুর প্রতিনিধি বাসন মেট্রো থানা বিএনপি'র উদ্যোগে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার রাতে চন্দনা দক্ষিণপাড়া ঈদগা মাঠে ১৭ ও ১৮নং ওয়ার্ড বিএনপির যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বাসন থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম-আহবায়ক জিএস সুরুজ আহমেদ, গাজীপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আতাউর রহমান, বাসন থানা যুবদলের সদস্য সচিব নাহিদ চৌধুরী বাবু। পরিচিতি সভা ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মহামুনি বাজার পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি ফুড হাউজ রেস্টুরেন্টে মহামুনি বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সভার প্রধান অতিথি ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এর আগে গত রোববার এক সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ী জাবেদ চৌধুরীকে সভাপতি, সঞ্জয় দেব নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। শোভাযাত্রা অনুষ্ঠিত ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে বানাইল বারোয়ারী শিব মন্দির চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা করা হয়। সভায় সংগঠনের উপজেলা কমিটির সভাপতি রাম নারায়ণ কানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, অত্র সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুবির দত্তের সঞ্চালনায়ে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহন লাল কানু, প্রভাষক আশিস রায়, প্রভাষক নয়ন সরকার। নতুন কমিটি ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলা ব্যবসায়িক সমিতির পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয় নাগরবন্দর মা ইলেক্ট্রনিক্স এর ২য় তলায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মা ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ কে সভাপতি ও পুনরায় সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ অহেদুর আনোয়ার রুবেল, আলহাজ এম আনোয়ার চম্পক, আলমগীর হোসেন ভান্ডারী, আলহাজ আব্দুল খালেক, এনামুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রউফ রুবেল। মতবিনিময় সভা ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় নাগরিকসেবা অব্যাহত রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সময় ছিলেন গনপদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, গৌরদ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখেখর মহিউদ্দিন বুলবুল। গণশুনানি অনুষ্ঠিত ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি বিশ্বম্ভরপুরে উপজেলা লিগ্যাল এইড কমিটির ষান্মাসিক সভা ও পরিবার পরিকল্পনা সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইরা-ক্রিয়া প্রকল্পের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। ইরা-ক্রিয়া প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মো. ফজলুল হকের সঞ্চালনায় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প অফিসার ওছিউর রহমান। সহযোগিতা করেন তাহমিনা আক্তার। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার আব্দুলস্নাহেল মারুফ ফারুকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া। সচেতনতামূলকর্ যালি ম নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন বাড়াতের্ যালি, জনসচেতনতা, বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতায় অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাজিরপুরন উপজেলা প্রাশাসনের আয়োজনে সচেতনতামূলকর্ যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইউএনও অরূপ রতন সিংহে'র নেতৃত্বের্ যালিতে অংশ নেন নাজিরপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ঠাকুর চাঁদ, নাজিরপুর শহীদ জিয়া কলেজের সহকারী অধ্যক্ষ মো. মুজিবর রহমান বালি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিলস্নাহ্‌, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। শুদ্ধাচার অর্জন ম আমতলী (বরগুনা ) প্রতিনিধি ২০২৩-২০২৪ সালের শুদ্ধাচার পুরস্কার পেলেন আমতলী ইউএনও মুহাম্মদ আসরাফুল আলম। সোমবার বিকালে এ পুরস্কার হাতে তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মুহাম্মদ রফিকুল ইসলাম। আমতলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকেই তিনি সততা, ন্যায়নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। তিনি আমতলী উপজেলার জনসাধারণের মধ্যে একজন সৎ, মানবিক, ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আমতলীর সর্বস্তরের মানুষের মনে তার কাজের মধ্যে দিয়ে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে জায়গা করে নিয়েছেন। প্রস্তুতি সভা ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এ উপলক্ষে উপজেলার খাদ্যাগোদাম রোড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি নেতা বাহাউদ্দিন খোকন। ত্রাণসামগ্রী বিতরণ ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি তিন দিন ধরে বিরামহীনভাবে ফেনী ও নোয়াখালীতে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের 'সালথা শান্তির আহ্বান' স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সকাল থেকে শুরু করে সোমবার দিবাগত মধ্যে রাত পর্যন্ত ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আইনুজ্জামান আকাশ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, কেফায়েত হোসেন ও আসিফ হোসেন। চেক বিতরণ ম গোপালঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ এলজিইডি'র আরইআরএমপি-৩ প্রকল্পের নারী কর্মীদের মধ্যে তাদের অর্জিত সঞ্চয়ের টাকার চেক প্রদান করা হয়েছে। সদর উপজেলার পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ১৯ হাজার ৯৭৫ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস. এম. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন। সনদ বিতরণ ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পে নিয়োজিত মহিলা কর্মীদের মধ্যে চেক সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ হলরুমে চেক ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি মেহেরপুর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন। উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। মেহেরপুর এলজিইডি'র সহকারী প্রকৌশলী হাবিুর রহমান। সভা অনুষ্ঠিত ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে নবাগত ওসি রকিবুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিএনপির নেতারা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলান সরকার, আজিজুর রহমান মানু, বেলাল হোসেন, শফিউল মোমেন শফি, আমিনুল সরকার, আব্দুর রাজ্জাক সন্টু, রইচ উদ্দিন হিরা, মিজানুর রহমান বাবু, আবু শাহিন রেজা, মোনিজা মোমেন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় হতে হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হাসপাতালের ফিন্যান্স ম্যানেজার সন্তোষ বোস এবং কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা। আর্থিক সহায়তা প্রদান ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় ১ হাজার শিক্ষার্থী শহীদ হয়েছেন। সব শহীদ ও আহতদের মধ্যে মানবতার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কাওছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। আর্থিক সাহায্য ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সাহায্য ও দোয়া অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদের সভাপতিত্বে ও পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আলস্নামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শামীম সাঈদী। মতবিনিময় সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সভায় সভাপতিত্ব করেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৬ বিজিবির কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান পিএসসি জি+। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।