ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে খাবার বিক্রির দায়ে জরিমানা পোরশায় অবৈধ জাল জব্দ

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার সুযোগে বেশি দামে শুকনা খাবার বিক্রির দায়ে তিন দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারে (চিড়া-মুড়ি-গুড়ের মার্কেট) অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় ভাউচার না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে ৭ হাজার টাকা করে ২১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জরিমানার পাশাপাশি দোকানিদের সতর্কও করা হয়। উলেস্নখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলা বন্যাকবলিত। বন্যার্তদের সহায়তায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, সমিতি, বে-সরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। ফলে শুকনা খাবারের চিড়া-মুড়ি-গুড়সহ প্রয়োজনীয় কিছু পণ্যের বেচাকেনা বেড়ে যায়। এই সুযোগে কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশা সীমান্তে পুনর্ভবা নদীতে মাছ ধরার অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার ১৬ বিজিবি নিতপুর কা্যাম্পের টহলদল এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ জালগুলো জব্দ করা হয়। জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মৎস্য অফিসার মনিরুজ্জামান এবং নায়েব সুবেদার মজনু মিয়া সঙ্গে টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি রিং জাল এবং ৩টি কারেন্ট জাল আটক করা হয়। পরে রিং জাল ও কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।