বিরামপুরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে নির্বাহী দপ্তরে আবেদন
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধ ও চুরি হওয়া ট্রান্সফরমার এবং সেচপাম্প বিনামূল্যে কৃষকদের মাঝে ফিরে পাওয়ার দাবিতে ইউএনও বরাবর ভুক্তভোগীদের পক্ষে লিখিত আবেদন করেছেন দিনাজপুর কৃষক সমিতির আহ্বায়ক শাহনেয়াজ হোসেন।
আবেদনে তিনি লিখিতভাবে জানান, ২৫ আগস্ট রাতে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে একটি ট্রান্সফরমার চুরি হওয়ায় এলাকাবাসী চলতি আমন ও বোরো মৌসুমে সেচব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে চুরি যাওয়া ট্রান্সফরমার ও সেচপাম্প মালিকরা থানায় সাধারণ ডায়েরিসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এ বিষয়ে উপজেলার বেনীপুর গ্রামের দিলবর রহমান জানান, গত মাসে তার দুটি সেচপাম্প, উপজেলার উত্তর দাউদপুর গ্রামের সাইফুল ইসলাম বাচ্চুসহ আরও বেশ কয়েকজনের সেচপাম্প চুরি হয়েছে, যা উদ্ধার হয়নি।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সত্যতা নিশ্চত করে বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।