শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ডা. জাফর উলস্নাহর স্ত্রীর নামে জিডি

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পদত্যাগ করানোর প্রতিবাদ ন্যায়বিচার দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পদত্যাগ করানোর প্রতিবাদ ন্যায়বিচার দাবি

গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল থেকে জোর করে পদত্যাগ করানোর প্রতিবাদে টঙ্গীতে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেছেন সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। এর আগে তিনি মরহুম ডা. জাফর উলস্নাহর স্ত্রীসহ কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে থানায় জিডি করেন।

গত সোমবার বিকালে টঙ্গীর আনারকলি রোডে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

সম্মেলনে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উলস্নাহর মৃতু্যর পর ট্রাস্টি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্ব পালন করে আসছেন। ২৪ আগস্ট একদল লোক এসে জোর করে তার কাছ থেকে কাজ না করার কথা লিখে একটি কাগজে স্বাক্ষর নেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকার আশুলিয়া থানায় একটি জিডিও করেন ডা. নাজিম। জিডিতে উলেস্নখ করেন মরহুম ডা. জাফর উলস্নাহর স্ত্রী ডা. শিরিন হক, ডা. কনা চৌধুরী, ডা. ফরিদা ইয়াসমিন ও ডা. আবুল বাসারের নির্দেশে একদল বহিরাগত লোক জোরপূর্বক অফিসে প্রবেশ করে পদত্যাগের কাগজে স্বাক্ষর নেয়। কাগজে গণস্বাস্থ্য কেন্দ্রের সব কাজ থেকে অব্যাহতি নেওয়ার কথাও লিখানো হয়েছে।

সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, 'গণস্বাস্থ্য কেন্দ্রের আমিই একমাত্র বৈধ ট্রাস্টি। আমার কাছ থেকে জোর করে কাজ না করার কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। আমাকে হেনস্তাও করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বর্তমান সরকারের কাছে ন্যায়বিচার দাবি করছি।'

সম্মেলনে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এ কে এম মোশতাক, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আ. রাজ্জাক মিয়াসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে