চন্দনাইশে মাধ্যমিক প্রধান শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের বিধিবহির্ভূত ও মর্যাদা হানিকরভাবে বিদ্যালয়ে কর্তব্যরত অবস্থায় মানসিক নির্যাতন এবং ভয়-ভীতি প্রদর্শন করে পদত্যাগপত্রে স্বাক্ষর গ্রহণের প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন মাধ্যমিক শিক্ষক ফোরামের নেতারা।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদানকৃত স্মারকলিপিতে ফোরামের নেতারা জানান, চলমান পরিস্থিতিতে চন্দনাইশের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগনকে বিধিবহির্ভূত ও মর্যাদা হানিকরভাবে কর্তব্যরত অবস্থায় মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হচ্ছে।
পাশাপাশি এক শ্রেণির লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোমলমতি ছাত্রদের বিভিন্নভাবে উসকানি দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের বিরুদ্ধে ক্ষেপিয়ে দিচ্ছে।
এ পরিস্থিতিতে প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কথা স্মারকলিপিতে উলেস্নখ করে ৪টি দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন তারা।
দাবিগুলো হলো- শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, জোরপূর্বক প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ প্রতিহতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ এবং এসব কাজে জড়িতদের দ্রম্নত আইনের আওতায় আনার জোর দাবি।