কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার বিভিন্ন বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ম্যানেজিং কমিটির নির্বাচন, বিদ্যালয় পরিচালনায় অপারগতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ বিদ্যালয়ের গেটের সামনে এই মানববন্ধন করেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিক।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক নূর ইসলাম তার খেয়ালখুশি মতো বিদ্যালয় পরিচালনা করে আসছে। ফলে বিদ্যালয়ের ফলাফল বিপর্যয়সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে। এছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক বাণিজ্য ও অনিয়ম করে নিজের পকেট ভারি করে আসছে। এমন কী এনটিআরসিএ এর শিক্ষক না নিয়ে ব্যাকডেটেড শিক্ষক নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সভাপতি নির্বাচন নিয়ে ব্যাপক গড়িমসি ও অনিয়ম করার অভিযোগ তুলে ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইলম বিপস্নব, ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য আব্দুর রাজ্জাক, স্থানীয় মোজাফ্ফর হোসেন প্রমুখ।