বৃষ্টিতে মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত মসজিদ, ভয়ে আসছেন না মুসলিস্নরা
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
চলতি বছরের শুরুর দিকে স্থানীয়দের সহযোগিতা ও দান-অনুদানে নির্মাণ করা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ একসত্যা পাড়া তৈয়বিয়া জামে মসজিদটি। এর আগে জরাজীর্ণ টিনশেট ঘরেই নামাজ আদায় করতেন সমাজের প্রায় ৩৫টি পরিবারের মুসলিস্নরা।
সম্প্রতি গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নবনির্মিত মসজিদ ঘরের দুই পাশের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ভবনের দেয়াল ও মেঝেতে বড় আকারে ফাটল ধরে ঝুঁকিতে পড়েছে পুরো মসজিদ। ফলে ভয়ে নামাজ পড়তে আসছেন না মুসলিস্নরা। অর্থাভাবে পুনঃসংস্কার করতে পারছে না কর্তৃপক্ষ। মসজিদ ঝুঁকিতে থাকায় চাকরি ছেড়ে দিয়েছেন সাবেক ইমাম। এমন পরিস্থিতিতে মসজিদটি সংস্কারে বিত্তশালী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, 'সমাজের সদস্যদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করে মসজিদের ঘরটি নির্মাণ করেছি। বৃষ্টিতে মাটি সরে গিয়ে মসজিদ ভেঙে যায়। মুসলিস্নরা ভয়ে নামাজ আদায় করতে আসেন না।'
কমিটির সভাপতি আব্দুল জব্বার বলেন, 'মসজিদটি দ্রম্নত সংস্কার করা প্রয়োজন। কিন্তু কোনো অর্থ না থাকায় কাজ ধরতে পারছি না।'