টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সাবেক এমপি অনুপম শাজাহান জয়সহ ১৬৮ জন আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। গত সোমবার রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মুর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌরসভার সাবেক মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের নেতা কেবিএম রুহুল আমিন, কাজী বাদল, আতিকুল ইসলাম বুলবুল, সুলতান শরীফ পান্না, শিবলী সাদিকসহ অজ্ঞাত ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় উলেস্নখ করা হয় সখীপুর থানার পৌর এলাকায় সারাদেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া উপজেলার হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। মামলার বাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মুর্শেদুল ইসলাম অন্তর জানান, সবার সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে। তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলায় সখীপুরের ইতিহাসে এমন ঘৃণ্যতম অপরাধের প্রতিবাদ ও ন্যায়বিচার দাবি করেন।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গত সোমবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।