দিনাজপুর মেডিকেল কলেজের উপসেবা তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবি

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
দুর্নীতি, ঘুষ ও অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকার পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকীর দ্রম্নত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা। মঙ্গলবার হাসপাতালের বহির্বিবাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা তাহ্ি‌সনা পারভীন, নয়ন মনি ও বেনজামিন দাস। মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপসেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকার পদত্যাগ এবং তার সহযোগী জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকীর অপসারণ দাবি করা হয়। মানববন্ধনে হাসপাতালের দেড় শতাধিক নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।