শ্যামনগর রাধাগোবিন্দ মন্দিরের জায়গা দখলমুক্ত

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘ ৪৬ বছর পর গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরের ১৫ শতক জমি ফিরে পেলো মন্দির কর্তৃপক্ষ। সোমবার উপজেলা পরিষদ হল রুমে এক সালিশি বৈঠকে এ জমি ফেরত পায় মন্দির কর্তৃপক্ষ। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুলস্নাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তাইজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, পূজা উদ্‌যাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ মন্ডল, হিন্দু বৌদ্ধ খিৃস্টান ঐক্য পরিষদ শ্যামনগরের আহ্বায়ক বিষ্ণু পদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জির উপস্থিতিতে উভয় পক্ষের শুনানিঅন্তে উপজেলা নির্বাহী অফিসার বিবাদীর সম্মতিতে বাদীকে জমি বুঝিয়ে দিতে বলেন। সিদ্ধান্ত গ্রহণ শেষে সরেজমিন সকলে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে গোপালপুর মন্দির কর্তৃপক্ষকে জমি বুঝিয়ে দেন।