ভারতে পালানোর সময় আটক ব্যক্তি সাবেক এমপি সালামের পিএস নন!

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

খুলনা অফিস
গত সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনকালে বিজিবি কর্তৃক আটক চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস নন বলে জানা গেছে। তিনি খুলনার জেলার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি রূপসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাধন মিত্রের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, খুলনার রূপসা থানায় চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর পিএস নন এবং এমপি সালাম মুর্শেদীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বলে এলাকাবাসী জানান। এছাড়া তবে এলাকায় মাদকসহ তার বিরুদ্ধে নানাবিধ অপকর্মের অভিযোগ রয়েছে। যে কারণে এমপি সালাম মুর্শেদী তাকে অপছন্দ করতেন। এলাকাবাসী জানায়, এলাকায় গভীর রাতে বিভিন্ন স্থান থেকে লোক এনে মাদকের আড্ডা বসাতেন এবং মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত ছিলেন চঞ্চল। এমপির হস্তক্ষেপে পুলিশের অভিযানের পর তা বন্ধ হয়। এদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক বলেন, খুলনার জেলার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার নিজের মুখে বলতে থাকেন তিনি দলের কোনো পদে ছিলেন। তার নামে একটি মামলা আছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন। বিজিবি তাকে আটক করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে।