গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) হিসাবরক্ষণ কর্মকর্তার পদ শূন্য না থাকলেও মাসুদুর রহমানকে ওই পদে বদলি করায় বিপাকে পড়েছে গাসিক কর্তৃপক্ষ। মাসুদুর রহমানের যোগদান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাসিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মাসুদুর রহমানকে কুমিলস্না সিটি করপোরেশন থেকে হিসাব রক্ষণ কর্মকর্তা পদে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বদলি করা হয়েছে। গত ১১ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম তাকে বদলির আদেশ দেন। বদলির আদেশে তার মূল কর্মস্থল হিসেবে গাজীপুর পৌরসভাকে উলেস্নখ করা হয়েছে, যা বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে উন্নীত হয়েছে।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের জনবল কাঠামোতে (অর্গানোগ্রামে) হিসাবরক্ষণ কর্মকর্তার ২টি পদ রয়েছে। বর্তমানে ওই পদে দুই জন হিসাবরক্ষণ কর্মকর্তাই কর্মরত আছেন। কিন্তু এখানে পদ খালি না থাকা সত্ত্বেও কুমিলস্না সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মরত মাসুদুর রহমানকে গাসিকে বদলি করা হয়। ফলে পদ খালি না থাকায় তার যোগদানপত্র গ্রহণ করতে পারছে না কর্তৃপক্ষ।
গত ২৮ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে যোগদান পত্র দাখিল করেন মাসুদুর রহমান। হিসাবরক্ষণ কর্মকর্তা পদে তার নিয়োগপত্র গ্রহণ করতে তিনি নগর ভবনে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ ও হুমকি দিয়েছেন। সম্প্রতি গাসিক মেয়র অপসারণ করায় এমনিতেই সার্বিক কাজকর্মে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। তার উপর হিসাব রক্ষণ কর্মকর্তা পদে মাসুদুর রহমানের যোগদান নিয়ে কর্মপরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ১৩ আগস্ট বিষয়টি সুরাহা করার জন্য গাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপ-সচিবের কাছে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান কুমিলস্না সিটি করপোরেশনে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করেছেন। তার এসব দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এছাড়া কুমিলস্না সিটি করপোরেশন কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটি এসব অভিযোগের বিষয়ে একটি তদন্ত প্রতিবেদনও দাখিল করেছেন। এই প্রতিবেদন অনুযায়ী মাসুদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্যও গত ১১ জুলাই মন্ত্রণালয় থেকে একটি আদেশ দেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, 'আমাদের এখানে হিসাবরক্ষণ কর্মকর্তার দুটি পদ রয়েছে। পদ শূন্য না থাকলেও মাসুদুর রহমানকে এখানে বদলি করা হয়েছে। আমরা মাসুদুর রহমানের যোগদান পত্র গ্রহণ করিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।'