ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারের ওয়াপদা মোড়ে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
সোমবার রাত সোয়া ১টার দিকে বোয়ালমারী পৌর বাজারের মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড়ের তানভীর মার্কেটে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
দোকানগুলোতে থাকা দাহ্যপদার্থে আগুন লাগায় আগুনের ভয়াবহতায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ঘন পেট্রোলিয়াম ড্রাম বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রণেন্দ্রনাথ চৌধুরী জানান, 'খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়ে আমাদের তিনটি দল ও স্থানীয়দের সহায়তায় পানি ও গ্যাস দিয়ে দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।'