চকরিয়ায় বালুমহাল দখলে নিতে দুই গ্রম্নপের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু মহাল দখলে নিতে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মুন্সিঘোনা এলাকায় পেকুয়া উপজেলা যুবদলের একটি গ্রম্নপ ও বরইতলী ইউনিয়ন (পহরচাঁদা) বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, বরইতলী ইউনিয়নের মুন্সিঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। আগে থেকে উত্তোলন করা বালু গত সোমবার সকালে পেকুয়ার উপজেলা যুবদল নেতা সাহেদুল ইসলাম মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ দলীয় নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে গাড়িযোগে ঘটনাস্থলে গিয়ে লুট করার চেষ্টা চালায়। খবর পেয়ে বরইতলী ইউনিয়ন বিএনপির বেশকিছু নেতাকর্মী গিয়ে ধাওয়া দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানতে চাইলে বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জালাল আহমদ সিকদার বলেন, পেকুয়া উপজেলা যুবদল নেতা ও ইউপি সদস্য সাহেদুল ইসলাম মেম্বারের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে চকরিয়ার বরইতলীতে এসে অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে বরইতলীর পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পেকুয়া থেকে আসা যুবদল নেতাকর্মীদের প্রতিরোধ করা হয়। এক পর্যায়ে তারা সদলবলে পালিয়ে যেতে বাধ্য হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হয় যুবদল নেতা ও পেকুয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সাহেদুল ইসলামের সঙ্গে। কিন্তু তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।