দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেছে বডার গার্ড বাংলাদেশ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
খুলনা অফিস জানায়, খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি। বিজিবি পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ ও পানিবন্দি মানুষের পাশে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্য সদস্যরা। সোমবার উপজেলার দেলুটি ইউনিয়নের বন্যাকবলিত ৫০০ পরিবারের মধ্যে সহযোগিতা করে বিজিবি।
ত্রাণসামগ্রী বিতরণের ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার উপস্থিত ছিলেন। তিনি বলেন, 'আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকবেন।'
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যেই ত্রাণ বোঝাই একটা ট্রাক নিয়ে ফেনী পৌঁছে গেছে ঠাকুরগাঁও বিএনপির একটা টিম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন জানান, 'দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে দেশের বন্যাপ্রবণ অঞ্চলের জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে তারা এ শুভেচ্ছা পদক্ষেপ নিয়েছেন।'
'ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, বিস্কিট, চিড়া-মুড়ি, খাবার পানি ও স্যালাইনসহ একটি বড় ট্রাক বোঝাই ত্রাণসামগ্রী। জেলা বিএনপির নেতৃত্বে ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এ ত্রাণকার্যক্রমে অংশ নিচ্ছে।'
রংপুর প্রতিনিধি জানান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বানভাসি মানুষের সাহায্যার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে। চেম্বার নেতারা বলেন, 'মানুষ মানুষেরই জন্য। এই মুহূর্তে সারাদেশ বন্যায় ভাসছে। বানভাসি লাখো মানুষ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে, দেখা দিয়েছে এক হৃদয়বিদারক দৃশ্য। তাই রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণসহায়তা প্রদানের জন্য সর্বস্তরের ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।'
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মঙ্গলবার উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তেঘরিয়া ইউনিয়নের আব্দুলস্নাহপুরে, শুভাঢ্যা ইউনিয়নের মাজার রোডে, তেলঘাট ও চুনকুটিয়ায়, জিনজিরা ইউনিয়নের দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এবং আগানগর ইউনিয়নের আলম মার্কেটের সামনে 'ত্রাণ সংগ্রহ কেন্দ্র' উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়াও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সহ-সভাপতি ওমর শাহনেওয়াজ, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানা, ঢাকা জেলা দক্ষিণ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ হাসান পাভেল মোলস্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে শুকনো খাবার ও পানি নিয়ে দাঁড়ালেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান। সোমবার দুপুরে কুমিলস্নার দেবিদ্বারে বন্যাদুর্গত প্রায় এক হাজার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য পৌঁছে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একে আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মামুন সরকার, ভানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার বকুল, রাজামেহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান শিকদার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ খান, বাড্ডা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন খান, কুমিলস্না উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ মুছা, এরশাদ হাজারী, আমির হোসেন, মো. রবিউলস্নাহ, কাজী রাসেল, আলাউদ্দিন মুন্সী, মো. জসিম উদ্দিন ও মোশাররফ হোসেন প্রমুখ।
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন চাটখিল উপজেলার শাহাপুর, পরকোট, পাঁচগাঁওসহ পৌর এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেছেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নুরুন নবী, উপজেলা যুবদল নেতা ভিপি ফারুক, শামীম, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান কনক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. আর. শাকিল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সমবায়বিষয়ক সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমীরর্ যালি না করে এবং উৎসবে ব্যয় সীমিত করে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
সোমবার উপজেলা পূজা উদযাপন পরিষদ মাঠ সেবা খোলায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা পোষণ করেছে ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে বন্যার্তদের সহযোগিতার কথা বিবেচনা করে বিগত দিনের মতো কোনো মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু শিমুল ধর জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমী পূজার ব্যয় সংকোচন করে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফান্ড গঠন করে উপজেলার বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করা হয়।
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসবের আয়োজনের বাজেট থেকে বন্যা দুর্গতদের অর্থ সহায়তা পাঠিয়েছে উপজেলার ঝিটকা বাজার বারোয়ারী মন্দির কমিটি।
মঙ্গলবার ঝিটকা বাজার মন্দির কমিটির সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক নরেশ দাশ ও উপদেষ্টা বাবলু পোদ্দারসহ সনাতনীরা নগদ ৫০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ দাশ বলেন, 'স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের কারণে ঝিটকা বাজার মন্দির কমিটি ও মন্দিরের সব সনাতনীর পক্ষ থেকে আমরা এই সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমাদের সংক্ষিপ্ত তহবিল থেকে ৫০ হাজার টাকা আমরা দান করলাম।'
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, অনলাইন পোর্টাল জনতার কণ্ঠ টোয়েন্টিফোর'র চেয়ারম্যান ঝালকাঠির নলছিটির সন্তান তরিকুল ইসলামের উদ্যোগে বন্যার্তদের মধ্যে দুই হাজার বস্তা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ফেনীর পরশুরাম উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তরিকুল ইসলাম জানান, 'এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সব মানুষের দায়িত্ব। যারা সামর্থ্যবান রয়েছেন, তারা অবশ্যই সহযোগিতা করুন।'
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে 'আমরা নিয়ামতপুরবাসী গ্রম্নপ' নামের একটি ফেসবুক গ্রম্নপের সদস্যরা। গ্রম্নপের সদস্যদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী, উপজেলা ছাত্রদলের সদস্য, ছাত্রশিবিরের কর্মী, ক্লিনিকের সদস্য, বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও স্কাউটস সদস্যরা।
গ্রম্নপের সদস্যরা ইউনিয়নভিত্তিক বিভক্ত হয়ে গত দুই দিনে ২ লাখ ১৯ হাজার ৬ শত ৭৭ টাকা উত্তোলন করেছেন, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন গ্রম্নপের সদস্যরা।
ইউএনও ইমতিয়াজ মোরশেদ বলেন, 'তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। এভাবে সবাই এগিয়ে আসলে আমরা বাংলাদেশের সব কঠিন কঠিন সমস্যা সমাধান করতে পারব ইনশাআলস্নাহ।'
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সেনবাগের বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি ফয়জুল করিম। মঙ্গলবার দুপুরে ট্রাক্টরযোগে উপজেলার বিভিন্ন স্পটে বন্যার্ত বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর শাখার সভাপতি মাওলানা নজীর আহমাদের সভাপতিত্বে উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সেনবাগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জামেয়া ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনবাগ উপজেলার সভাপতি মাওলানা রহিম উল্যাহ বশিরী।
সন্দ্বীপ (নোয়াখালী) প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্দেশনায় বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন যুবদল নেতা মোহাম্মদ লালন ও আফসার। সোমবার ফেনী জেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। আবুদাবি সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল, সিনিয়র সহ-সভাপতি মোমেন ইসলামের ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন।