তিন জেলায় অস্ত্রসহ চার জন গ্রেপ্তার

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপি চেয়ারম্যানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ছাড়া বাগেরহাট এবং দিনাজপুরের বীরগঞ্জে ধর্ষণের অভিযোগে ও চুরি করা মহিষসহ ৩ জনকে আটক করেছে গ্রামবাসী ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসান উলস্নাহ বাচ্চুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আহসান উলস্নাহ বাচ্চু গত ২০২৩ সালের ১৭ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুহুরিঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলিসহ কয়েকটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান আহসান উলস্নাহ বাচ্চু মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তার ছোট ভাই আমান উলস্নাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তারা পুরো এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাত। বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে উঠে। এই বাহিনী উপকূলের বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে এলাকায় ত্রাস সৃষ্টি করত। এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, আটকের ঘটনায় এখন পর্যন্ত কাউকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়নি। যদি হয় তা হলে পরে তা বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জে চুরি করা ১টি মহিষসহ ২ জনকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। দুইদিন আগে চুরি করা ১টি মহিষ সোমবার বিকালে বিক্রি করতে নেওয়ার পথে মহিষের মালিকসহ গ্রামবাসীর হাতে আটক হয়। আটককৃতরা হলো- মোড়েলগঞ্জ উপজেলার আমুরবুনিয়া গ্রামের কাশেম আলী সরদারের ছেলে মো. আ. লতিফ সরদার (৪৮), একই এলাকার আমিন জমাদ্দারের ছেলে শিমুল জমাদ্দার (৩৪)। মহিষের মালিক উপজেলার নিশানবাড়ীয়া পিসি বারুইখালী এলাকার মো. নুরু সাজ্জাল জানান, গত শনিবার রাতে তার বাড়ির গোয়াল থেকে একটি মহিষ চুরি হয়। এরপর থেকে মহিষ খুঁজতে থাকেন তিনি। এক পর্যায়ে ২ দিন পর সোমবার বিকালে পার্শ্ববর্তী জিউধরা এলাকার মোংলা কেয়ারের রাস্তা দিয়ে মহিষটি বিক্রি করতে নেওয়ার পথেই স্থানীয় লোকদের সহযোগিতায় মহিষটি উদ্ধারসহ ২ জনকে হাতেনাতে আটক করে নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদে আনা হয়। পরে মহিষসহ আটক ২ জনকে মোড়েলগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার ওসি মো. শামসুদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে প্রগ্রেস টিউটরিয়াল হোম নামে কোচিং সেন্টারের কক্ষে মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. আব্দুল ওয়াজেদ (৪০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর মা। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে। পাশাপাশি ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মো. আব্দুল ওয়াজেদ জেলার খানসামা উপজেলার পাকেরহাট ফকির পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, প্রগ্রেস টিউটরিয়াল হোম নামে এক কোচিং সেন্টারের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন মো. আব্দুল ওয়াজেদ। প্রতিদিন দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার নিয়ম থাকলেও গত সোমবার সকাল আনুমানিক ৯টায় বেতন নেওয়ার জন্য কোচিং সেন্টারে আসার কথা বলে সেই ছাত্রীকে ফোন করে মো. আব্দুল ওয়াজেদ। বেতন নিতে আসলে তাকে একা পেয়ে কোচিং সেন্টারের কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে সোমবার বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষণিভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।