শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঘোড়াঘাটে মাদ্রাসার অধ্যক্ষ অপসারণের দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
ঘোড়াঘাটে মাদ্রাসার অধ্যক্ষ অপসারণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, ঘুষ ও অনিয়মের প্রতিবাদে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অংশ, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম, মাহাবুর রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল মিয়া, জাহানুর রহমান, মজনু মিয়া, মনিরুল ইসলামসহ অনেকে।

সমাবেশে অধ্যক্ষের পদত্যাগসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে বিক্ষোভকারীরা ৩ দিনের মধ্যে মাদ্রাসার যাবতীয় হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে না পারলে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির কোনো অভিযোগ নেই। মাদ্রাসার কিছু হিসাব-নিকাশ সভাপতির নিকট রয়েছে। আমি সভাপতির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। কারো অযৌত্তিক দাবিতে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে