সুবর্ণচরে নকল সোনার বারসহ গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জে তিন হত্যা মামলায় আ'লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জে তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, নোয়াখালীর সুবর্ণচরে নকল সোনার বারসহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে সিরাজগঞ্জ শহরে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন করিব বলেন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাছুমপুর এলাকার সোহানুর রহমান রঞ্জু, গয়লা গ্রামের যুবদলকর্মী আব্দুল লতিফ এবং একই এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রদলের সদস্য সুমন শেখ হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে তাদের স্বজনরা আলাদা তিনটি হত্যা মামলা করেন। তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উলেস্নখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪৫০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আটজনকে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের সোমবার আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন- শহরের কোবদাসপাড়া মহলস্নার হান্নান শেখ (৪৩), একডালা গ্রামের আলী হোসেন (৪৩), সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের ফরিদ মোলস্না (৫৫), সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের জুয়েল (৪২), খাস বড়শিমুল গ্রামের আবু কালাম (৩৯), একই গ্রামের ইকবাল হোসেন আকন্দ (৪৫), কদমপাল গ্রামের হায়দার আলী (৫৩) ও শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামের ফারুক আকন্দ (৪৭), শিয়ালকোল ইউনিয়নের বিলধুলি গ্রামের মাজেদ খান (৪৫), খামার পাইকোশা গ্রামের আনোয়ার হোসেন (৪৪), ছোনগাছা ইউনিয়নের আমিনপুর গ্রামের শরিফ হোসেন (৫৪) ও ছোনগাছা গ্রামের আবু হানিফ (৫২)। সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে নকল সোনার বারসহ চার প্রতারককে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ। গত রোববার রাতে দক্ষিণ ওয়াপদা বাজারে স্থানীয়রা ছিনতাইকারী সন্দেহে ওই চারজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জসীম উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৭), মাইজদী পৌরসভা সাত নম্বর ওয়ার্ড (রুবেলের ভাড়া বাস) আনোয়ার হাজি ফিলিং স্টেশন সংলগ্ন মহিব উল্যাহর ছেলে মাঈন উদ্দিন (৩০), নুর উদ্দিনের ছেলে মো. আকবর (২২), ধর্মপুর ইউনিয়নের মৃত সফি আলম ছেলে মো. হান্নান (৩০)। প্রতারণার শিকার আমেনা আক্তার পারুল জানান, গত ২৪ আগস্ট চরজুবিলীর পাঙ্খার বাজার থেকে তিনি অটোরিকশায় ওঠেন। সেখানে আগে থেকে যাত্রী সেজে প্রতারক সাইফুল ইসলাম, মাঈন উদ্দিন, আকবর ও হান্নান ছিলেন। সুযোগ বুঝে টিসু্যতে মোড়ানো সোনালী রংয়ের নকল স্বর্ণের একটি কাঠি এবং সঙ্গে একটি চিরকুট বের করে পড়ে শোনান তারা। এতে লেখা ছিল 'প্রিয় বন্ধু আমার সালাম নিবা। এখানে ২২ ক্যারেটের পাঁচ ভরি ওজনের স্বর্ণের কাঠি আছে। এই স্বর্ণ দিয়ে আমার বোনের বিয়ের গহনা বানিয়ে দিবা।' স্বর্ণের বার আমেনা কিনতে চাইলে প্রতারকরা তার কাছ থেকে নগদ টাকা ও নাক, কান-গলার গহনা নেন। আমেনা স্বর্ণের দোকানে গিয়ে জানতে পারেন সেগুলো নকল। এ ঘটনায় চরজব্বার থানার ওসি কাওসার আলম ভুঁইয়া জানান, তাদের বিরুদ্ধে ভুক্তভোগী আমেনা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।