ঘোড়াঘাটে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পৈতৃক সূত্রে পাওয়া জায়গাজমিসহ জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জুবায়ের। সোমবার উপজেলার ওহিউড়া গ্রামের মৃত- আল ইমরান সরকার ওরফে রতনের ছেলে জুবায়ের ওসমানপুরস্থ তাদের বাস ভবনে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তেব্যে বলেন, আল আমিন সরকার ওরফে স্বপন ও তার স্ত্রী ওহিউড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তারজিনা আক্তার তনু ভুক্তভোগীর মায়ের অন্যত্র চাকরি সুবাদে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমাজমির সঠিক অংশ বুঝে না দেওয়া এবং আরও বেদখল করার জন্য নানাভাবে ফেসবুকসহ বিভিন্ন পস্নাটফর্মে মিথ্যা অপপ্রচার করে মানুষিক নির্যাতন করে আসছে। আমাদের পারিবারিক বিষয়গুলো উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসিসহ বর্তমান ঘোড়াঘাট দায়িত্বরত সেনা কর্মকর্তারা অবগত আছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদসহ আমার চাচা-চাচি নির্যাতনের হাত থেকে রেহায় পেতে সর্বস্তরের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।