সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর দিনব্যাপী অনুষ্ঠিত হয় কৃষ্ণ পূজা, গীতাপাঠ, আলোচনা সভা, নগদ অর্থ ও প্রসাদ বিতরণ। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানিয়েছেন, জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায়র্ যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী থেকের্ যালি বের হয়র্।যালিতে জেলা প্রশাসনের আরডিসি ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোলস্না কচি, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সাবেক কমিশনার সুভাষ দাস, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রনব কুমার দাস উত্তম, পরিমল রায়সহ সনাতন ধর্মাবলম্বী কয়েকশ' নারী-পুরুষ অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসনের আরডিসি ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে এ উপলক্ষে সোমবার শহরের বড় কালিবাড়ী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বড় কালিবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু, বড় কালিবাড়ী মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার নেতৃত্ব দেন। এ সময় হিন্দু ধর্মীয় নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা অংশ নেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনাসভা ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় শহীদ রফিক সড়কের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়। পরিষদের সহ-সভাপতি বাসুদেব গোস্বামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনির্বাণ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আব্দুস সালাম বাদল ও সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্না খান ও সদস্য সচিব রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর ইসলাম সজিব, হিন্দু মহাজোটের তাপস রাজবংশী, রঞ্জিত কুমার দে, গৌরাঙ্গ চন্দ্র সরকার প্রমুখ।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে জন্মাষ্টমী অনুষ্ঠানে জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এবং সাধারণ সম্পাদক হযরত আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোরশেদ আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির হতে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল বসাকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউএনও জান্নাত আরা তিথি, এসিল্যান্ড লিজা আক্তার বিথি, দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, দুপচাঁচিয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও দশভূজা বাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে শোভাযাত্রা বের হয়। পূজা উদযাপন কমিটির সভাপতি মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, দুর্গাপুর থানার ওসি রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন প্রমুখ।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে পূজা উদযাপন পরিষদ উপজেলা সভাপতি বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড নুরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল, আব্দুল হালিম, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পূজা উৎযাপন পরিষদ সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ প্রমুখ।
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর উপজেলার হরিসভা যুব সংঘ কমিটির উদ্যোগে গৌর নিতায় আশ্রম থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে গৌর নিতায় আশ্রম হরিসভা মন্দিরে ধর্মীয় আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গৌর নিতাই আশ্রমের সভাপতি নারায়ণ কর্মকার, সাধারণ সম্পাদক শুভেন্দু চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন বন্দ, কোষাধ্যক্ষ পংকজ কর্মকার, রুপচান কর্মকার, হরিসভা যুব সংঘ কমিটির সভাপতি পাপ্পু বসাক, সাধারণ সম্পাদক তুফান পাল, কোষাধ্যক্ষ বিকাশ কর্মকার প্রমুখ।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় শোভাযাত্রায় নেতৃত্ব দেন সনাতন ধর্মীয় নেতা গৌরাঙ্গ দাস, বিজয় সাহা, সুজন সাহা, কাজল দে, প্রবীর সরকার, যাদব সরকার, কলমাকান্দা রামকৃষ্ণ মিশন সভাপতি কেশব কান্তি রায়, সম্পাদক নিলয় সাহা, রুপন সাহা, দিলীপ ঘোষ, সতীষ মলিস্নক।
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার মোহনগঞ্জে কর্মসূচির মধ্যে পূজার্চনা, শান্তি প্রার্থনা, শ্রীকৃষ্ণের শত নাম পাঠ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, শ্রী শ্রী গীতা পাঠ, ও সন্ধ্যা আরতি। মোহনগঞ্জ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু অমল চন্দ্র সরকার বলেন, মোহনগঞ্জ সব ধর্মের মানুষের অংশ গ্রহণের মাধ্যমে সুশৃঙ্খলা পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরুর সভাপতিত্বে কেন্দ্রীয় দুর্গা মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাজাহান আলী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদিউজ্জামান মানিক, শাহাদত হোসেন সাজ্জাদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মকছেদ আলী, উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ইশ্বর চন্দ্র বর্মন, সভাপতি বিমল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। উলেস্নখ, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট বন্যার কারণে জন্মাষ্টমী উৎসবের ব্যয় সংকোচন করে উদ্বৃত্ত অর্থ বানভাসিদের জন্য পাঠানো হয়।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার গাবতলী উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গাবতলী পাইলট হাইস্কুল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সিনিয়র সহ-সভাপতি রনজিৎ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। উপজেলা সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মোমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল রায় প্রমুখ।